February 11, 2025

বাংলা থেকে মুখ সরিয়েছে ২২২৭ সংস্থা?‌ রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে!‌

0
ndustry

নতুন বিতর্ক। গত পাঁচ বছরে বাংলা থেকে ২২২৭ সংস্থা দফতর সরিয়ে নিয়েছে। সরে যাওয়া সংস্থাগুলির মধ্যে ৩৯টি শেয়ার বাজারে নথিভুক্ত। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বহু দিন থেকেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আইন-শৃঙ্খলার পরিবেশ-সহ কিছু বিষয় রয়েছে তাদের আতসকাচের তলায়। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রী হর্ষ মালহোত্র সংসদের প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া মিশ্র।

এক শিল্পপতির দাবি, কেন্দ্রীয় সরকারের তথ্য রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতির অবস্থা করুন, ‘‘নতুন শিল্প আসার ক্ষেত্রে অবস্থা করুণ। ফলে পুরনো সংস্থার এসেও চলে যাওয়া সত্যিই হতাশাজনক। বড় জমি পাওয়া নিয়ে একটা সংশয় ছিলই। এ বার ফের নানা প্রশ্ন তৈরি হল রাজ্যের পরিবেশ-পরিস্থিতি নিয়ে। যা ভবিষ্যতকেও অনিশ্চিত করতে পারে।’’

এক অর্থনীতিবিদের বক্তব্য, ‘‘যদি ওই সংস্থাগুলি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত হয় তা হলে বলব, এই সরে যাওয়া অস্বাভাবিক নয়। কারণ, এই রকমই হয়ে থাকে। পাঁচ বছরের তুলনায় তার আগের পাঁচ বছরের তথ্যের তুলনা না টানলেও কোনও সিদ্ধান্তে আসা মুশকিল। অর্থনীতির নিয়ম অনুযায়ী এমন হতে পারে। এটা স্বাভাবিক। এই তথ্য দেখে রাজ্যের শিল্পায়ন নিয়ে কিছু বলা যায় না।’’

বিশেষজ্ঞদের মতে, ১৩ বছরের তৃণমূল শাসনে রাজ্যে একটিমাত্র বিষয় তৈরি হয়েছে। তা হল, শিল্প সংস্থাগুলির চলে যাওয়া। সেটাই আবার প্রমাণ হল। যে রাজ্য বেশি সুবিধা দেয়, শিল্প সংস্থা সেখানে চলে যায় এবং থাকে। এর পিছনে অন্য কোনও কারণ নেই। এর থেকে স্পষ্ট হচ্ছে এ রাজ্যে তাদের সুবিধা মেলার ছবিটা।’’ যদি রাজ্য থেকে বড় সংস্থা চলে যায়, তা হলে তার পরিপূরক পাওয়া খুব কঠিন। এই ক্ষেত্রে রাজ্যের প্রতি সংস্থার আনুগত্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ!‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed