January 17, 2025

বন্ধুকে দেখেই জড়িয়ে ধরলেন কাম্বলির! অনুষ্ঠানে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে

0
Sachin Kambli

শচীন তেণ্ডুলকর এবং বিনোদ কাম্বলির বন্ধুত্ব। রমাকান্ত আচরেকরের কোচিংয়ে ছিলেন দুই বন্ধু। দেশের জার্সিতে খেলেছেন একসঙ্গে। বন্ধুত্বে খানিক চিড় ধরলেও এখনও পরস্পরের সঙ্গে দেখা হলে আবেগপ্রবণ দুজনই। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি মঙ্গলে। অবিস্মরণীয় কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। স্যর আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শচীন এবং কাম্বলি। শিবাজি পার্কে উপস্থিত ছিলেন এমএনএস কর্তা রাজ ঠাকরেও।

https://x.com/mykhelcom/status/1863994684999180571?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1863994684999180571%7Ctwgr%5E1508b70c75c634b8ecc45c241daca97482ce9943%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fsachin-tendulkar-and-vinod-kambli-reunited-at-ramakant-achrekars-memorial-ceremony%2F

সকলের নজর কাম্বলি ও শচীনের সাক্ষাতেই। বয়সের ভারে যেন ন্যুব্জমান কাম্বলি। গাল ভর্তি সাদা দাড়ি। দেখে বোঝার উপায় নেই তিনি শচীনের এককালের সতীর্থ। কারণ মাস্টার ব্লাস্টার এখনও আগের মতোই ফিট। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখাতেই শচীনের হাত শক্ত করে ধরলেন ছোটবেলার বন্ধু। সে হাত যেন আর ছাড়তেই চাইছেন না। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার। অনুষ্ঠানে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে। যা শুনে হাততালি দিলেন শচীন।

https://x.com/Madan_Chikna/status/1863993698188398772?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1863993698188398772%7Ctwgr%5E1508b70c75c634b8ecc45c241daca97482ce9943%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fsachin-tendulkar-and-vinod-kambli-reunited-at-ramakant-achrekars-memorial-ceremony%2F
অনুষ্ঠানে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে। যা শুনে হাততালি দিলেন শচীন। অনেকেরই দাবি, কাম্বলির আচরণ খানিকটা যেন অপ্রকৃতিস্থ। তবে বন্ধুতা ভোলেননি শচীন। ‘ক্রিকেট ঈশ্বর’ শচিন তেন্ডুলকর মাটির মানুষ, তা আরও একবার প্রমাণিত।‌ তাঁর ক্রিকেট জীবনের ধ্রুবতারা ছিলেন মানুষটি। যাঁর হাতে ক্রিকেটে হাতেখড়ি শচীন তেন্ডুলকরের। সেই অবিস্মরণীয় কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধন করলেন শিষ্য লিটল মাস্টার। তাঁর সঙ্গে সেই মুহূর্তে শিবাজি পার্কে উপস্থিত ছিলেন এমএনএস কর্তা রাজ ঠাকরে।

https://x.com/PTI_News/status/1863928309119336514?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1863928309119336514%7Ctwgr%5E099a8057eab6d4409b3a55da77655a26b39867c3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fsachin-tendulkar-unveil-legendary-coach-ramakant-achrekar-memorial%2F

এক্স হ্যান্ডলে এই বিষয়ে লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শচীন। উদ্বোধনের আগে তিনি লেখেন, ‘আজ একটা বিশেষ দিন। আমরা শ্রদ্ধা জানালাম তাঁকে, যিনি ক্রিকেট ও আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হব যদি আপনারা আমার সঙ্গে থাকেন, যখন আচরেকর স্যার মেমোরিয়ালে উদ্বোধন করা হবে এবং তাঁর অসামান্য উত্তরাধিকারকে সম্মান জানানো হবে তাঁর জন্মজয়ন্তীতে।’ প্রসঙ্গত, গত আগস্টে ৫ নম্বর গেটের কাছে ওই স্মৃতিসৌধ নির্মাণে সবুজ সংকেত দেয় মহারাষ্ট্র সরকার।

শচীন তেন্ডুলকরের ‘আবিষ্কর্তা’ ছিলেন তিনি আচরেকর। দাদা অজিত তেন্ডুলকরের সঙ্গে ক্রিকেট শিখতে আসা একরত্তি শচীনকে দেখে কিংবদন্তি কোচ বুঝতে পারেন, এই ছেলেটি একদিন ক্রিকেট বিশ্ব শাসন করবে। তাঁর তত্ত্বাবধানেই আকরিক থেকে সোনা হয়ে ওঠেন লিটল মাস্টার। সারা জীবনই তাঁর প্রতি নিজের কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেছেন শচীন। শিবাজি পার্কে যেভাবে একের পর এক ক্রিকেটার তৈরি করেছিলেন আচরেকর, সেজন্য ১৯৯০ সালে তাঁকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ২০১০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। উল্লেখ্য, শচীনের পাশাপাশি তাঁর কোচিংয়ে যে তারকা ক্রিকেটারদের জন্ম হয় তাঁদের মধ্যে রয়েছেন বলবিন্দর সিং সান্ধু, লালচাঁদ রাজপুত, সমীর দিঘে, বিনোদ কাম্বলি, সঞ্জয় বাঙ্গার, অজিত আগরকর প্রমুখ। ২০১৯ সালের জানুয়ারিতে প্রয়াত হন কিংবদন্তি কোচ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed