January 17, 2025

উদ্বোধনীতে মমতার পাশে সৌরভ, চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি ‘বাংলার মাটি’

0
Film Festival

সুসজ্জিত ধনধান্য অডিটোরিয়াম। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধন। বর্ণাঢ্য আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব। বিশেষ অতিথি পাবলো জাস্টিনো সিজার। উদ্বোধনী ছবি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবারের উৎসবে। শ্রদ্ধা নিবেদন মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবারের থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।

https://www.facebook.com/watch/?v=1021515989989720

চলচ্চিত্র উৎসবে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। ফেস্টিভ্যালের প্রতিটি দিন নন্দন চত্বরের একতা মঞ্চে বসবে বিশেষ সিনে আড্ডা। বাংলা সিনেমাগুলির দিকে এবার নজর থাকবে সেই তালিকায় রয়েছে অপর্ণা সেন, অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘একটি রাতের গল্প’, সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘আপিস’, অর্ক মুখোপাধ্যায় পরিচালিত ‘কাল্পনিক’। থাকছে ‘অহনা’, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, ‘মন মাতাল’। অপর্ণা সেনকে নিয়ে ‘পরমা’ তথ্যচিত্র তৈরি করেছেন সুমন ঘোষ। দেখানো হবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed