January 14, 2025

নিম্নচাপ মঙ্গলেই! ডিসেম্বরের শুরুতেও দেখা নেই শীতের!বাংলায় বৃষ্টি হবে, কুয়াশাও পড়বে, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই?‌

0
Weather

ক্যালেন্ডার বলছে, ডিসেম্বর মাস। এখনও দেখা নেই শীতের। জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের মনখারাপ। হাওয়া অফিস বলছে, সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে পারদ। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।মঙ্গলবার নিম্নচাপ থাকবে। আর সেই পরিস্থিতিতে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কুয়াশা পড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে।

বঙ্গোপসাগরের উপরের ‘‌সিস্টেম’‌ অনেক দুর্বল হয়ে গিয়েছে। উত্তর কেরল-কর্ণাটক উপকূল বরাবর দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরের কাছে নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের কোনও জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বৃষ্টি হবে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না।

উত্তরবঙ্গের কোনও জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বৃষ্টি হবে না। বৃহস্পতিবার এবং শুক্রবার দুটি জেলার দার্জিলিং এবং কালিম্পং একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। কলকাতার আবহাওয়া মন্দ নয়। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের তিনটি জেলার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান একটি বা দুটি অংশে কুয়াশা পড়তে পারে। বুধবার সকালের দিকে তিনটি জেলার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ একটি বা দুটি অংশে কুয়াশা থাকবে। আবার বৃহস্পতিবার সকালের দিকে চারটি জেলার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে। উত্তরবঙ্গের তিনটি জেলার দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় কুয়াশা পড়বে। বৃহস্পতিবার চারটি জেলার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। ওই তিনদিনই সকালের দিকে ওই জেলাগুলির একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। উপকূল ও সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা থাকলে আকাশ। সপ্তাহান্তে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে খবর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed