January 14, 2025

উইকেট পেলেন মহম্মদ সামি, সৈয়দ মুস্তাক আলিতে বিহারকে হারিয়ে নকআউটের দৌড়ে বাংলা

0
Karanlal

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে করণ লালের ব্যাটে ঝড়! পরপর দুই ম্যাচ উইকেটহীন থাকার পরে অবশেষে উইকেট পেলেন মহম্মদ সামি। চার ওভার বল করে একটি উইকেট পেয়েছেন বঙ্গ পেসার, মাত্র ১৮ রান দিয়ে। বিহারকে ৯ উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় জয় পেল বাংলা। নক আউটে ওঠার লক্ষ্যে অনেকখানি এগিয়ে সুদীপ ঘরামিরা। ৬ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বঙ্গ ব্রিগেড।

বাংলার বিরুদ্ধে বিহার প্রথমে ব্যাট করে। টস জেতায় বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বিহার। রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে আউট হয়ে যান অভিষেক পোড়েল। ওপেনার অভিষেক পোড়েল ১০ বলে ১৯ রান করে আউট হন। অধিনায়ক সুদীপ ঘরামি ২৭ বলে ৩২ রান করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। করণের অপরাজিত ৪৭ বলে ৯৪ রানের সুবাদে সহজেই ম্যাচ জেতে বাংলা। ৬টি ছয় এবং ৯টি চার ছিল করণের ইনিংসে। বিহারকে প্রায় উড়িয়ে দিল বাংলা দল। ৯ উইকেটে দুরন্ত জয় পেল বাংলা দল। করণ লাল ধারাবাহিকভাবেই সৈয়ক মুস্তাক আলি প্রতিযোগিতায় পারফরমেন্স করে যাচ্ছেন।

বিহারের ওপেনার সাকিবুল গানি ৫৬ বলে ৭৯ রান করে রান আউট হন। বাংলার বোলাররা ভালোই বোলিং করেন। নজর কাড়েন মহম্মদ সামি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন শামি। বাংলার সায়ন ঘোষ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন প্রয়াস রায় বর্মণ এবং স্পিনার শাহবাজ আহমেদ। জয়ের ফলে নিজেদের গ্রুপে ভালো জায়গাতেই রইল বাংলা দল। বৃহস্পতিবারও রয়েছে বাংলার মাস্ট উইন ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। এ গ্রুপে বাংলা এখন দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ২০। রাজস্থান ১ নম্বরে রয়েছে, পয়েন্ট ৫ ম্যাচে ২০। রাজস্থানকে শেষ ম্যাচে হারাতে পারলেই বাংলা দল বেশ সুবিধা পেয়ে যাবে। ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মধ্যপ্রদেশ তিন নম্বরে। ফলে শেষ ম্যাচ অভিষেক পোড়েলদের কাছে কঠিন হলেও, কার্যত মাস্ট উইন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed