বিশ্বমঞ্চে ‘ইমন রাগ’! অস্কারে ইমনের বাংলা গান
জাতীয় পুরস্কার আগেই জিতেছেন। এবার অস্কারের দৌড়ে গায়িকা। অস্কারের পালা। বিশ্বমঞ্চে ‘ইমন রাগ’। সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল বাঙালি সঙ্গীতশিল্পীর বাংলা গান। রিয়ালিটি শো ‘সারেগামাপা’-র শুটিং চলছে। প্রতিক্রিয়া দিয়ে শিল্পী বলেন “আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমার বাবা-মায়ের আশীর্বাদ, আমার স্বামীর ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথের আশীর্বাদ। আমার শ্রোতা বন্ধুদের এত ভালোবাসায় আজকে এই খবরটা আমি পেয়েছি। ভীষণ খুশি। সারা বিশ্বের সেরা গানের মধ্যে যে আমার গানটা রয়েছে আমি এটা পুরোটা ডেডিকেট করতে চাই আমার বাংলার শ্রোতা বন্ধুদের। যাঁরা আমাকে আমি বানিয়েছেন, আমি তাঁদের এটা উৎসর্গ করতে চাই।”।
মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। এর জন্যই রয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার জন্য গেয়েছিলেন এই গান। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।
বাংলা সঙ্গীতের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইমন চক্রবর্তী। আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান সব ধরনের সুরে সিদ্ধহস্ত শিল্পী। তাতেই ‘আট থেকে আশি’র মনে জায়গা করে নিয়েছেন। ২০১৭ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার অস্কারের সেরাদের দৌড়ে গায়িকা।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার ‘ইতি মা’ গানটি অনির্বাণ ভট্টাচার্যর লেখা কথায় এই গানের সুর সাজিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গীতায়োজনেই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সুরকার হিসেবে প্রথম গানেই বাজিমাত করলেন সায়ন। গানবাজনার পরিবারেই জন্ম। বাবা বুদ্ধদেব গঙ্গোপাধ্যায় হলিউড ওয়াক অফ ফেম পেয়েছিলেন। ছোটবেলা থেকেই পিয়ানো শেখা, গান শেখা। পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ২২ বছর শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা। কোনও মিউজিকই সিলেবাসের বাইরে পরে না। এই প্রথম ছবি যেখানে এমন স্কেল শুনতে পাওয়া যাবে পাশ্চাত্য কোনও বাদ্য ব্যবহার হয়নি। ম্যাক্সিমাম, সিতার, ভায়োলিন, সোলো ভায়োলিন দিয়ে বাজানো। একটু অন্য ধাতের। এই ধরনের সঙ্গীত লুপ্ত হয়ে গিয়েছে। নিজে ইলেক্ট্রনিকসের ভক্ত। ভারতীয় সঙ্গীত। পথশিশুদের নিয়ে সিনেমা।