February 17, 2025

আদালতে চিন্ময় প্রভুর হয়ে সওয়ালের শাস্তি! মৌলবাদীদের বেদম প্রহারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইনজীবী

0
Bangladesh

হাসপাতালে আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর আইনজীবী। অভিযোগ, বাংলাদেশে বর্ষীয়ান আইনজীবীর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। বেধড়ক মারধর করা হয়েছে বলে দাবি করেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।এক্স হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করে রাধারমণ দাস লেখেন, “আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তাঁর একমাত্র ভুল আদালতে তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করছেন। ইসলাম ধর্মাবলম্বীরা তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁর উপরও নৃশংসভাবে অত্যাচার করেন। আইসিইউতে ভর্তি। মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”

https://x.com/RadharamnDas/status/1863593503609303469?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1863593503609303469%7Ctwgr%5E00584bbae08e0676f41c55391e5ea5e91a620225%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fiskons-chinmay-prabhus-lawyer-allegedly-attacked-in-bangladesh%2F

চিন্ময় প্রভুর হয়ে লড়াই করা ৬০ আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এমনকী, কয়েকজন আইনজীবী যারা চিন্ময় প্রভুর জামিনের কাগজপত্র তৈরি করছিলেন, তাঁদের খুনের মামলায় ফাঁসানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও ১৭ জন। ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার অভিযোগেই সোমবার গ্রেপ্তার চিন্ময় প্রভু। বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে ইউনুস সরকারকে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে ভারত সরকার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed