জামশেদপুরের কাছে হার, আইএসএলে প্রথম ছয়ের স্বপ্ন আরও ফিকে মহামেডানের

মহামেডান: ১ (ইরশাদ)
জামেশদপুর: ৩ (মহম্মদ সানান, সিভেরিও, স্টিভেন ইজে)
আইএসএল এবং আই লিগ। মানের বিস্তর ফারাক। টের পেলেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। ফের হার। অসহায় আত্মসমর্পণ। বিশ্রী ফর্মে থাকা জামশেদপুর এফসির বিরুদ্ধে সোমবার মহামেডান অ্যাওয়ে ম্যাচে হারল ১-৩ গোলে। আইএসএলের দুর্বলতম প্রতিপক্ষ জামেশদপুর এফসি। ফর্মের বিচারে মহামেডান এবং জামশেদপুর ছিল তুল্যমূল্য জায়গায়। নর্থ-ইস্ট, চেন্নাইয়িন, মোহনবাগান, শেষ তিন প্রতিপক্ষের কাছে জামশেদপুর শুধু যে হেরেছে তাই নয়, খালিদ জামিলের ছেলেরা গোল খেয়েছেন ১৩টি। জামশেদপুরের সামনেও সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ ছিল মহামেডান। শেষ পাঁচ ম্যাচে সাদা-কালো শিবিরও জয়ের মুখ দেখেনি। ঘরের মাঠে সেই দুর্বল প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে ফর্মে ফিরল জামশেদপুর।
ম্যাচের প্রথমার্ধের লড়াই করছিলেন সাদা-কালো ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে ম্যাচটাই একপেশে। প্রথমে ৫৩ মিনিটে মহম্মদ সানানের অনবদ্য গোল। মহামেডান গোলরক্ষকের ভুলে ৬১ মিনিটে সিভেরিওর দ্বিতীয় গোল, এবং ৭৯ মিনিটে স্টিভেন ইজের গোলে ম্যাচের ফলাফল নির্ধারন। খেলার শেষের দিকে মহামেডানের হয়ে সান্ত্বনা সূচক গোল করেন মহম্মদ ইরশাদ। খেলার ফল ৩-১। শেষবেলায় পেনাল্টি মিস করে সাদা-কালো সমর্থকদের যন্ত্রণা বাড়ালেন ফ্র্যাঙ্কা। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সোজা ৭ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি। আরও এক হারে মহামেডান তিমিরেই।