ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাল লিভারপুল, ম্যান সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে ৯ পয়েন্ট লিভারপুলের

প্রিমিয়র লিগে গতবারের চ্যাম্পিয়নদের হারাল লিভারপুল। প্রিমিয়র লিগে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রিমিয়র লিগের ম্যাচে জয় পেল লিভারপুল। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকেও নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নিল লিভারপুল। শীর্ষস্থান আরও পাকা করল। ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রিয়িয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ছিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।
ম্যাচের দুই অর্ধে ১টি করে গোল করে সিটিকে পরাজিত করে লিভারপুল। ২-০ গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে হারায়। প্রথমার্ধে ১২ মিনিটে লিভারপুলের হয়ে ম্যাঞ্চেস্টার সিটির জালে বল জড়ান গাকপো। দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মহম্মদ সালাহ। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ম্যাঞ্চেস্টার সিটির জালে বল জড়ান। প্রিমিয়ার লিগের এই রাউন্ডে বড় জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। ফুলহ্যামের কাছে ১-১ গোলে আটকে গিয়েছে টটেনহ্যাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘরের মাঠে ৪-০ গোলে হারায় এভার্টনকে। চেলসি নিজেদের ডেরায় ৩-০ গোলে পরাজিত করে অ্যাস্টন ভিলাকে।
ম্যান সিটির বিরুদ্ধে জয়ের সুবাদে ১৩ ম্যাচে লিভারপুলের ৩৪ পয়েন্ট। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ৯ পয়েন্টে এগিয়ে লিভারপুল। চেলসিও ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ম্যাঞ্চেস্টার সিটি রয়েছে পাঁচে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে ৯ নম্বরে।