January 14, 2025

বিদ্যুতের বকেয়া মেটানোর হুঁশিয়ারি, ত্রিপুরার কাছেও ১৩৫ কোটি টাকা দেনা বাংলাদেশের!

0
Yunush

ত্রিপুরার কাছেও দেনা বাংলাদেশের! বিদ্যুতের ১৩৫ কোটি টাকা বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে বলল ত্রিপুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে সেই বাণিজ্য চুক্তির মাধ্যমে বিদ্যুৎ পাঠানো হত। এর জন্য বাংলাদেশের থেকে ১৩৫ কোটি টাকা বকেয়া আছে ত্রিপুরা সরকারের। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন। ভারত-বিরোধী কার্যকলাপ চলছে বাংলাদেশে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে যে ভারত-বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে ত্রিপুরা-কলকাতাগামী বাসে হামলা চালানোর অভিযোগ।

বাংলাদেশের বকেয়া নিয়ে রবিবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ‘১৩৫ কোটি টাকা বাকি বাংলাদেশ। প্রতিটি ইউনিট বিদ্যুতের জন্য ৬.৬৫ টাকা দাম।’ ভারতের আদানি গোষ্ঠীর কাছে ৭,২০০ কোটি টাকার মতো ধার ছিল বাংলাদেশের। ঝাড়খণ্ডের গোড্ডায় ১,৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় আদানি পাওয়ার। বকেয়া টাকা ৭,২০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে যে ২৫ বছর চুক্তি হয়েছিল, সেটা খতিয়ে দেখতে দিনকয়েক আগেই অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। ২৬ নভেম্বর সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে আদালতে রিপোর্ট দাখিলের নির্দেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed