January 16, 2025

আবার ‘‌পটাটো প্রবলেম’‌ !‌ গ্রেফতার?‌ লুকিয়ে ভিন রাজ্যে ‘‌আলু’‌ পাচারের চেষ্টা!

0
Potato

প্লাস্টিকের চালানের মধ্যে লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচারের ছক! নজরদারির জেরে ছক বানচাল। দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু রপ্তানিতে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। আসানসোলের বারাবনির কাছে ঝাড়খণ্ড সীমানায় ট্রাক থেকে পাঁচশো বস্তা আলু বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিকে। গোপনে বিহারে আলু রপ্তানি করা হচ্ছিল। রবি সকালে বারাবনির কাছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নজরদারি চলছিল পুলিশের। নজরে আসে একটি ট্রাক প্লাস্টিক ঢাকা অবস্থায় যাচ্ছে বিহারের দিকে। আটক করে চালান দেখতে চায় টহলরত পুলিশ। চালানে লেখা, লরিতে রয়েছে প্লাস্টিকের ব্যাগ। সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। প্লাস্টিকের আড়ালে লুকিয়ে বস্তা বস্তা আলু। মোট ৫১০ টি বস্তা রয়েছে ট্রাকের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, ১৯ নং জাতীয় সড়ক গোপনে পাচারের রুট। এখন রুট বদল হয়েছে। বারাবনি ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরান্ডি ব্রিজ দিয়ে আলু পাচারের চেষ্টা। বারাবনি থানার পুলিশ ট্রাকটিকে ধরে চালক ও খালাসিকে আটক করেন। জেরা করে প্রাথমিকভাবে জানা গেছে, হুগলির পান্ডুয়া থেকে বিহারের গয়ায় পাচার করা হচ্ছিল ৫০০ বস্তা আলু। এই ঘটনার পর আরও সতর্ক হল আসানসোল দুর্গাপুর পুলিশ। মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেওয়ায় বাজারে জোগান নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ভিনরাজ্যে পাচার করলে আরও টান পড়ার আশঙ্কায় রুখতেই সীমানায় নজরদারি আরও বাড়ানো হল।

ব্যবসায়ীরা হুমকি দেওয়ায় বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা! সোমবার বৈঠক ডাকলেন কৃষি বিপণনমন্ত্রী। ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে জটিলতা না-কাটলে সোমবার থেকে তাঁরা ধর্মঘটে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে মঙ্গলবার থেকে ফের খোলাবাজারে আলুর দামবৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগ প্রকাশ করে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না জানান, আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সদিচ্ছার অভাব নেই। জট কাটাতে সোমবার একটি বৈঠকও ডাকা হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘এই বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আগামিকাল (সোমবার) এই নিয়ে বৈঠকে বসছি। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব নেই। সমস্যা হচ্ছে, ৩০-৪০ জন অসাধু ব্যবসায়ীর হাতে মজুত আলু আটকে পড়েছে। আমরা স্টোর ধরে ধরে তালিকা তৈরি করছি। আগামিকাল এই বিষয়ে জরুরি বৈঠক ডাকছি।’’ আলু ব্যবসায়ীদের একাংশ কি সরকারকে ‘ব্ল্যাকমেল’ করছেন? প্রশ্নের জবাবে বেচারাম বলেন, ‘‘আমরা রাজনৈতিক ভাবে তেমনটাই আশঙ্কা করছি।’’

চলতি বছর রাজ্যে আলুর দাম বেশ চড়া। দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’র ক্ষেত্রে কড়াকড়ি শুরু হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আলু ব্যবসায়ীদের সঙ্গে নবান্নে বৈঠকেও বসেছিল সরকার পক্ষ। সেই বৈঠকে সরকার এবং ব্যবসায়ী, দু’পক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিলও হয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি চালু হয়েছে। সেই পরিস্থিতিতে শনিবার হুগলির তারকেশ্বরে আলু ব্যবসায়ী সমিতি ভবনে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে আগামী সপ্তাহের শুরু থেকেই রাজ্য জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দেন আলু ব্যবসায়ীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed