January 14, 2025

আইসিসির মসনদে জয় শাহ, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে ভার জয় শাহর হাতে

0
Jay Shah

আগস্ট মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন। আইসিসির মসনদে জয় শাহ। ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব ছেড়ে এবার বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার ভার জয় শাহর হাতে। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর বিবৃতিতে জয় শাহ নজর দিয়েছেন একাধিক বিষয়ে। ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি জয় শাহর জন্যই। মহিলাদের ক্রিকেটে আরও জোর দেওয়ার কথা বলেছেন। ক্রিকেটকে বিশ্বের আরও বড় দরবারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর বক্তব্যে।

https://twitter.com/ICC/status/1863116353005093028/photo/1

আইসিসির ওয়েবসাইটে জয় শাহর বিবৃতি, ‘আইসিসির দায়িত্ব পেয়ে আমি গর্বিত। একই সঙ্গে আমাকে সমর্থন জানানোর জন্য আইসিসির কর্তাব্যক্তি ও বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময়। চেষ্টা করব, ক্রিকেটকে যেন দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে রয়েছি যখন সমস্ত ফরম্যাটের ক্রিকেটকে সমানভাবে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের ক্রিকেটের উন্নতির গতি বাড়াতে হবে। সারা বিশ্বেই ক্রিকেটের ছড়িয়ে পড়ার বিপুল সম্ভাবনা রয়েছে। আইসিসি-র দলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য হবে’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed