মহম্মদ সামির অস্ট্রেলিয়ায় যাওয়া এখনও অনিশ্চিত!বাংলা-মেঘালয় ম্যাচ সামির ‘টেস্ট’, পরীক্ষা নেবেন বোর্ডের তিন নজরদার
টেস্টের চাপ নেওয়ার জন্য এখনও তৈরি নন! ফিটনেস নিয়ে ফের পরীক্ষার মুখে সামি। মহম্মদ সামির বর্ডার-গাভাস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া এখনও অনিশ্চিত। ফিটনেস সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বিবেচনা করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই কর্তারা এবং জাতীয় নির্বাচকেরা। ১ ডিসেম্বর, রবিবার বাংলা-মেঘালয় ম্যাচের পর সামিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।
সামি এই মুহূর্তে রাজকোটে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন। কোনও সমস্যা ছাড়াই নিয়মিত বল করছেন। এনসিএ-র ট্রেনার নিশান্ত বরদলৈ তাঁকে কিছু নির্দিষ্ট অনুশীলন দিয়েছেন। চোট সারিয়ে ফেরা সামি ফিটনেস জরিপ করার জন্য রাজকোটে রয়েছেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন পটেল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। বাংলা দলের সঙ্গে থাকলেও সামির দেখভাল করছেন বিসিসিআইয়ের দায়িত্বপ্রাপ্তেরা। তাঁদের রিপোর্টের উপর নির্ভর করবে সামির বর্ডার-গাভাস্কর ট্রফি খেলা। বিসিসিআই সূত্রে খবর, তৃতীয় টেস্টের যথেষ্ট আগে পাঠানো না গেলে সামিকে অস্ট্রেলিয়ায় আর না-ও পাঠানো হতে পারে। রবিবারের মেঘালয় ম্যাচ সামির কাছে অনেকটা ‘টেস্ট’ পরীক্ষার মতো। নজরদারিতে বোর্ডের তিন জন।
ফিটনেস নিয়ে সংশয় রয়েছে বোর্ড কর্তাদের একাংশ এবং জাতীয় নির্বাচকদের। লম্বা স্পেলে বল করতে তাঁর সমস্যা হচ্ছে। ওজন কমিয়ে ফিটনেস বৃদ্ধি করতে বলা হয়েছে সামিকে। কারণ দীর্ঘ দিন খেলার মধ্যে না থাকায় ওজন কিছুটা বেড়েছে। সামি লম্বা স্পেলে বল করতে পারবেন কি না, তা-ও খতিয়ে দেখছেন। হঠকারী সিদ্ধান্ত নিতে চাইছেন না বিসিসিআই কর্তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্পূর্ণ ফিট হয়ে পেতে চাইছেন। বিশেষজ্ঞদের মতামত না দেখে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ড। টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় ফিটনেস মাপতে চাইছেন না অজিত আগরকরেরা।
৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে ভারত।