January 16, 2025

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর দাপট ! অবতরণের সময় ইন্ডিগোর যাত্রিবাহী বিমান বিপদে,

0
Cyclone

ঘূর্ণিঝড় ‘ফেনজল’ আছড়ে পড়ে পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে। তার আগে থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই-সহ তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলি। ঘন মেঘে চারদিক কালো। বইছে ঝোড়ো হাওয়া। মুম্বই থেকে যাত্রিবাহী বিমান চেন্নাই বিমানবন্দরের চারদিকে ঘুরপাক খাচ্ছে। অবতরণের জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না পাইলট। বিমানবন্দরে নামতে গিয়ে ঝড়ের দাপটে ভয়াবহ পরিস্থিতি। আবার উপরের দিকে উড়ে গেল বিমানটি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিমানটির লড়াই চলছে অনবরত।

‘অ্যাভিয়েটর্সমলদিভ্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান বিপদের মুখে পড়েছে। অবতরণ করতে না-পেরে তা আবার উড়ে যায়। ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে, ৬ই ৬৮৩ ইন্ডিগো বিমানটি মুম্বই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর কারণে মেঘ করে চারদিক কালো হয়ে আসে। শুরু হয় প্রবল ঝড়। ওই অবস্থায় বিমানবন্দরে নামতে না পারায় প্রতিকূল পরিবেশে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাই বিমানবন্দরে বিমানটি সফল ভাবে অবতরণ করে।

রবিবার ভোর ৪টে থেকে বিমান পরিষেবা চালু করা হয় চেন্নাই বিমানবন্দরে। ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। পুডুচেরি এবং মইলামে ৪৯০ এবং ৫০৪ মিলিমিটার। চেন্নাইয়েও প্রবল বৃষ্টি। রবিবার সারা দিন বৃষ্টি তামিলনাড়ুর ভিলুপ্পুরম, কুড্ডালোর, কল্লাকুরিচি, তিরুবন্নামালাই জেলায়। বৃষ্টি চলবে পুদুচেরিতেও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed