January 16, 2025

গোলাপি বলের টেস্টের আগে ভারত, এক দিনের প্রস্তুতি ম্যাচেই অনুশীলন, রোহিত আউট তিন রানে!‌

0
Pink Ball Test

দু’দিনের প্রস্তুতি ম্যাচ। বৃষ্টির কারণে এক দিনই খেলা হল। রবিবারও বৃষ্টি হওয়ায় পুরো ৫০ ওভার খেলা হয়নি। বলতে গেলে একটি অনুশীলন ম্যাচ খেলে প্রস্তুতি সারল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে ভারত। দ্বিতীয় টেস্ট গোলাপি বলে। অনুশীলন ম্যাচ খেললেন রোহিত শর্মারা। প্রস্তুতি ম্যাচটি ছিল ক্যানবেরায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলল ভারতীয় দল। প্রথম শ্রেণির ম্যাচের তকমা ছিল না এই ম্যাচের। ম্যাচ জিতে রোহিত বলেন, “দারুণ একটা ম্যাচ হল। দল হিসাবে যেটা চাইছিলাম, সেটা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে পুরো ম্যাচ খেলতে পারলাম না। প্রথম দিন বৃষ্টির জন্য ভেস্তে যায়। কিন্তু যেটুকু সময় পেয়েছি, আমরা সেটার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করেছি। সব সুযোগ কাজে লাগিয়েছি। অস্ট্রেলিয়ায় খেলতে আসতে খুবই ভাল লাগে। সমর্থকদের সঙ্গে দেখা করতে ভাল লাগে। এখানে আমাদের প্রচুর সমর্থক। কখনও অস্ট্রেলিয়ায় খেলতে এসে দেখিনি যে সমর্থকেরা আসেননি। ভাল লাগে এত মানুষ ভারতীয় দলকে সমর্থন করতে মাঠে এসেছেন দেখে।”

রোহিত দ্বিতীয় টেস্টে দলে যোগ দিলেও ওপেন করতে পারবেন কি না তা স্পষ্ট নয়। প্রথম টেস্টে লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল ওপেন করেন। প্রস্তুতি ম্যাচেও ওপেন করেন। রোহিত না খেললেও ভারত প্রথম টেস্ট ২৯৫ রানে জিতে নেয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ ২৪০ রান করে। ভারত সহজেই সেই রান তুলে নেয়। গোলাপি বল হাতে হর্ষিত রানা ৪ উইকেট নেন। ব্যাট হাতে রান পেয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত। যশস্বী ছাড়াও রান পেয়েছেন শুভমন গিল (৫০), নীতীশ রেড্ডি (৪২) ও ওয়াশিংটন সুন্দর (৪২)। প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা। অস্ট্রেলিয়া গিয়ে প্রস্তুতি ম্যাচে নেমে মাত্র ৩ রান করে আউট ভারত অধিনায়ক। ব্যাট করেননি বিরাট কোহলি। বুমরা ও কোহলি হোটেলেই ছিলেন। প্রস্তুতি ম্যাচ খেলতে যাননি ভারতের দুই ক্রিকেটার।

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলার সময় অস্ট্রেলিয়ার পেসারের সঙ্গে কথা কাটাকাটি হল ভারতের যশস্বী জয়সওয়ালের। ভারতের হয়ে ওপেনিং করতে নামেন যশস্বী। প্রথম দিকে অস্ট্রেলিয়ার জ্যাক নিসবেটের বল খেলতে সমস্যা হচ্ছিল তাঁর। প্রথম স্পেলে যশস্বীকে সমস্যায় ফেলেন। জ্যাকের কয়েকটি বল যশস্বীর ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে চলে যায়। আর একটু হলেই আউট হতেন তিনি। জ্যাকের একটি বাউন্সার সামলাতে সমস্যায় পড়েন যশস্বী। বল তাঁর গ্লাভসে লাগে। দেখা যায় জ্যাক এগিয়ে গিয়ে যশস্বীকে কিছু বলছেন। যশস্বীও পাল্টা জ্যাককে গিয়ে বল করতে বলেন। সেই ওভারের কয়েকটি চারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫৯ বলে ৪৫ রান করে চার্লি অ্যান্ডারসনের বলে আউট হন যশস্বী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed