বাস্কেটবলের উদ্বোধনে লিয়েন্ডার পেজ, কলকাতায় জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়ানশিপের শুভসূচনা
জাঁকাজমকভাবে শুরু হল যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। শণি-বিকেল থেকেই সাজসাজ রব। রেডরোডের লাগোয়া বাস্কেটবল টেন্টে ভিড় জমিয়েছেন দেশের প্রায় সবকটি রাজ্য থেকে আসা অংশগ্রহনকারীরা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বালক বালিকারা। কলকাতা পুলিশের ব্যান্ড তখন ব্যস্ত নিজেদের মহড়ায়। প্রতীক্ষার অবসানের অপেক্ষায় কলকাতাবাসী। হবে নাই বা কেন? কলকাতায় দীর্ঘদিন বন্ধ ছিল যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। ২০১২-১৩ সালে শেষবার ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল। আবার ২০২৪-২৫ আয়োজন কলকাতাতেই। আরও বড় ও জাঁকজমকভাবে আয়োজন করার চেষ্টা ছিলোই বাস্কেটবল কর্তাদের মাথায়া। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ও বাস্কেটবল ফেডরেশন অব ইন্ডিয়া যৌথভাবে আয়েজিত ৩৯ তম যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভসূচনা হল কলকাতাতেই। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম অর্থাৎ সবুজ সাথী স্টেডিয়ামে এবং রেড রোড লাগোয়া বাস্কেটবল টেন্টের তিনটি কোর্টে চলবে জোর লড়াই। চ্যাম্পিয়নশিপের শিরোপা দখলের প্রতিদ্বন্দিতা।
কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও বাংলা চলচিত্র তারকা আবীর চট্টোপাধ্যায়ের হাতের স্পর্শে বে আয়েজিত ৩৯ তম যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভসূচনা। কলকাতা পুলিশ ব্যান্ডের বাদ্যযন্ত্রের সুরে বেজে উঠেছে, আনন্দলোকে মঙ্গলালোকে.... গানের সুর। বাস্কেটবল কোর্টের উপরেই দৃষ্টানন্দন একের পর এক নৃত্যানুষ্ঠান। বাকি রইল না ঐতিহ্যবাহী ছৌ-নৃত্যও। মঞ্চ আলোকিত করে বসে থাকা বিভিন্ন জগতের তারকারা লোলুপ নয়নে উপভোগ করছেন নয়নমনোহর বর্ণাঢ্য অনুষ্ঠান। খুদে বাস্কেটবল শিক্ষানবীশদের বাস্কেটবল খেলার ঢঙে নাচও বেশ মনোমুগ্ধকর। উদ্বেধনী অনুষ্ঠান শেষে শুরু একের পর এক ম্যাচ। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তরফে বলা হয় চ্যাম্পিয়নশিপে মোট ১,২০০ খেলোয়াড় অংশগ্রহণ করবেন। মণিপুর, গুজরাট, উত্তরপ্রদেশ, চন্ডীগড়, মধ্যপ্রদেশ, কেরালা, দিল্লি, আসাম, গোয়া, মহারাষ্ট্র,মিজোরাম, পুডুচেরি, ঝাড়খন্ড, উত্তরাখন্ড, ওড়িশা, জম্মু কাশ্মীর, অরুণাচলপ্রদেশ, বিহার, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, হিমাচলপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এমনকী আন্দামান ও নিকেবরের বাস্কেটবল দল অংশগ্রহন করেছে। অনূর্দ্ধ ১৭ বালক বালিকারাই কেবল খেলবেন এই প্রতিযোগিতায়। লিগ পর্বেই রয়েছে ১০৪টি ম্যাচ। তারপর নকআউট পর্ব। বালক বিভাগে রয়েছে ২৯ টি দল এবং বালিকাদের ২৭ দল। উল্লেখ্য, শেষবার এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান এবং রানার্স আপ হয়েছিল পাঞ্জাব। অন্যদিকে, মহিলাদের মধ্যে চ্যাম্পিয়নের শিরোপা উঠেছিল তামিলনাড়ুর মাথায়। রানার্স আপ হয়েছিল কর্নাটক।
২৯ নভেম্বর বিকেল তিনটেয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি ছি লেন বাস্কেটবল ফেডরেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল কুলবিন্দর সিং জিল, লেন ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভি সলোমন নেশা কুমার, প্রাক্ত জাতীয় খেলোয়াড় প্রচী মোহতা, লেন ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের দুই ভাইস প্রেসিডেন্ট শান্তা প্রসাদ চান্দিওয়ালা ও বনবিহারী যশ। জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠান ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম অর্থাৎ সবুজ সাথী স্টেডিয়ামে আয়োজন করা হবে বলে জানালেন কর্তারা।