December 4, 2024

আইপিএল-‌এর পর এবার ডব্লিউপিএল নিলামের আসর! উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলাম হতে চলেছে বেঙ্গালুরুতে

0
WPL

১৫ ডিসেম্বর বসবে উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলামের আসর। এবছর ডব্লিউপিএলের ক্রিকেটার কেনা-বেচার আসর বসবে বেঙ্গালুরুতে। অনেক তারকার নাম উঠবে ডব্লিউপিএল ২০২৫-এ। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের রেশ কাটার আগেই এবছর উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। ডব্লিউপিএলের নতুন মরশুমের আগে ৫টি ফ্র্যাঞ্চাইজি তাদের কোর টিম ধরে রেখেছে। প্রয়োজন মতো কয়েকজন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড পূর্ণ করতে হবে দলগুলিকে।

উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-এর মিনি নিলামে দল গড়ার জন্য ৫টি ফ্র্যাঞ্চাইজি হাতে পাচ্ছে ১৫ কোটি টাকা করে। গত বছর স্কোয়াড গড়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে ১৩ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করার অনুমতি দিয়েছিল বিসিসিআই। এবার বাজেট বাড়িয়ে হয়েছে দেড় কোটি টাকা। উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলামে অংশ নেবেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হেথার নাইট, নিউজিল্যান্ডের পেসার লি তাহুহু, ক্যারিবিয়ান অল-রাউন্ডার দিয়েন্দ্রা ডটিন ছাড়াও এন্যান্য তারকারা। ভারতীয় তারকাদের মধ্যে বড় অঙ্কের চুক্তি পেতে পারেন অল-রাউন্ডার স্নেহ রানা, লেগ-স্পিনার পুণম যাদব, আগ্রাসী ব্যাটার বেদা কৃষ্ণমূর্তীরা।

উইমেন্স প্রিমিয়র লিগে সর্বাধিক ১৮ জনের স্কোয়াড গড়তে পারে কোনও দল। দলে ৬ জন বিদেশি ক্রিকেটার রাখা যায়। এবছর নিলামের আগে ৫টি ফ্র্যাঞ্চাইজি সাকুল্যে ৭১ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। ২৫ জন বিদেশি তারকাও রয়েছেন। ডব্লিউপিএলের মিনি নিলামে মোট ১৯ জন ক্রিকেটার দল পেতে পারেন, যাঁদের মধ্যে ৫ জন বিদেশি ক্রিকেটারের জায়গা হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed