ফিরছেন রোহিত, বদল ওপেনিং জুটিতে! রাহুল ও সুন্দরকে টপ অর্ডারেই রাখার ভাবনা?
ভারতীয় দলের ওপেনিং লাইন আপে বদল। রোহিতকে তিনে এনে,শুভমন গিলকে পাঁচে আনা যেতে পারে। রোহিত ওপেনিং করতে চাইলে, তিন নম্বরে কেএল রাহুল? সিরিজের মাঝেই রোহিত শর্মার প্রত্যাবর্তন যেন গোটা বিষয়টাই ঘেঁটে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের। পার্থ টেস্টে জেতার পর রোহিতের প্রত্যাবর্তনে শুধু অধিনায়ক বদল হচ্ছে তাই নয়, সেট হয়ে যাওয়া ওপেনিং পার্টনারশিপও বদলাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে সচরাচর সেট জুটি বদলাতে দেখা যায়না কোনও দলকে। রেগুলার ওপেনার ফিরতেই লোকেশ রাহুলকে পিছনের দিকে পাঠানো হচ্ছে। দল থেকে বাদ পড়তে চলেছে দেবদূত পাডিক্কাল, যিনি গত টেস্টে তেমন দাগ কাটতে পারেননি।
ভারতীয় দলের সেট ব্যাটিং লাইন আপ অনুযায়ী গিল যদি বিরাট কোহলির পরে আসে, সেক্ষেত্রে তারপরে ঋষভ পন্থ আসবেন। হয়ত ধ্রুব জুরেলকে আর খেলানো যাবে না। কারণ ওয়াশিংটন সুন্দর ছাড়াও নীতীশ রেড্ডিকে খেলানো হচ্ছে। বাকি তিন পেসারকে সরাসরি রাখা হয়েছে দলে। যেভাবে জসপ্রীত বুমরাহ বোলিংকে নেতৃত্ব দিয়েছেন, সিরাজ এবং হর্ষিত রানা তাঁকে সাপোর্ট দিয়েছে, তাতে দলের বোলিং অ্যাটাকে তেমন পরিবর্তন করা উচিত নয়। ওয়াসিংটন সুন্দর, নীতীশ রেড্ডি ব্যাটিং করতে পারেন। সেই কারণেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। সিঙ্গল স্পিনারে গিয়ে অশ্বিন-জাদেজাকে খেলায়নি ভারত। ওয়াসিংটন সুন্দরের খেলা প্রশংশনীয়। উইকেটে অতিরিক্ত বাউন্স থাকা সত্ত্বেও সঠিক জায়গাতেই বোলিং করেছেন সুন্দর।
প্রথম টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। পার্থ টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন শুভমন গিল। শুভমনের জায়গায় তিন নম্বরে ব্যাট করেছিলেন দেবদত্ত পাডিক্কল। সে ভাবে নজর কাড়তে পারেননি। ভারতের তরুণ ব্যাটার শুভনম দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ফিরলেন। অ্যাডিলেডে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। শনিবার থেকে ভারতীয় দল গোলাপি বলে খেলবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। ক্যানবেরায় হবে সেই ম্যাচ। শুভমনকে শুক্রবার অনুশীলনে দেখা গিয়েছে। ছিলেন রোহিত শর্মাও। তিনিও দলে যোগ দিয়েছেন। অ্যাডিলেড টেস্ট খেলা হবে গোলাপি বলে। সেই কারণে ক্যানবেরার প্রস্তুতি ম্যাচটিও হবে গোলাপি বলে। দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়া বরাবর ভাল ফল করে এসেছে। চার বছর আগে অ্যাডিলেডে ভারতকে গোলাপি বলেই ৩৬ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে বাড়তি প্রস্তুতিতে নজর দিয়েছে ভারত।