January 16, 2025

আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের, মশাল জ্বললেও অবস্থান বদলাল না লাল হলুদের!‌

0
East Bengal

ইস্টবেঙ্গল: ১ (দিয়ামান্তোকোস)
নর্থইস্ট ইউনাইটেড: ০

দিয়ামান্তোকোসের একমাত্র গোলে জয় পেল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৪ পয়েন্ট হল অস্কার ব্রুজোর দলের। ঘরের মাঠে নর্থইস্টকে হারাল অস্কার ব্রুজোর দল। আলাদিনদের দলকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন দিয়ামান্তোকোসরা। কার্ডের জন্য দলে ছিলেন না নাওরেম মহেশ ও নন্দকুমার। সুযোগ পেয়ে পিভি বিষ্ণু ব্যতিব্যস্ত করছিলেন নর্থইস্টকে। গোলের সুযোগ এলেও প্রতিহত করেন নর্থইস্টের গোলকিপার গুরমীত সিং। মাদিহ তালালের ফ্রিকিকও সেভ করেন গুরমীত।

২৩ মিনিটে তালালের অসাধারণ ক্রস থেকে হেডে গোল করে যান দিয়ামান্তোকোস। নর্থইস্টের ডিফেন্ডারদের পিছনে ফেলে আচমকাই গোলের মুখ খুলে ফেলেন। যদিও পালটা সুযোগ এসেছিল আলাদিনের কাছে। একটি হেড বারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলটিকেও কাজে লাগাতে পারেননি। হেক্টর ইউয়েস্তে চোট সারিয়ে ফিরলেও ডিফেন্স নিয়ে চিন্তা থাকবে। বিশেষ করে জিতিন এম এসের দৌড় বিপদে ফেলছিল ইস্টবেঙ্গলকে।

ইস্টবেঙ্গলের কাজ আরও সহজ হয়ে যায় নর্থইস্টের বেমাম্মের ৭২ মিনিটে লাল কার্ড দেখায়। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের চুংনুঙ্গাও। শেষ ১০ মিনিটে দশজনে খেলে দুদল। নর্থইস্টের একের পর এক ক্রস আছড়ে পড়ে লাল-হলুদের বক্সে। ইস্টবেঙ্গলের একাধিক পেনাল্টির আবেদন খারিজ করা হয়। দিয়ামান্তোকোসের গোলই শেষ পর্যন্ত জয় আসে। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গলের, লিগ টেবিলের শেষ অবস্থানের বদল হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed