বাংলার হার! সামির চোটে ফের আতঙ্ক! তিন ম্যাচ জয়ের পর পরাজয়, ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলা
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার মধ্যপ্রদেশের কাছে। স্কোরবোর্ডে ব্যাটাররা বড় রান তুললেও ব্যর্থ বোলিং বিভাগ। ভেঙ্কটেশ আইয়ারদের কাছে ৬ উইকেটে হারল বাংলা। ফের চোট আতঙ্কে মহম্মদ সামি। সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। এই মাঠেই মণিপুরকে হারিয়ে এলিট এ গ্রুপের শীর্ষে উঠে এসেছিল বাংলা। ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনাররা। ৪ ওভারের মধ্যেই ৪০-র গণ্ডি পেরিয়ে যায়। অভিষেক পোড়েল ১৪ বলে ২৫ রান করেন। করণ লাল ৩০ বলে করেন ৪৪ রান। শাকির গান্ধী ৩১, সুদীপ কুমার ঘরামি ২৯ বাংলার ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার পর ঝড় তোলেন শাহবাজ আহমেদ। ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন বাংলার অলরাউন্ডার। ৯ উইকেট হারিয়ে বাংলা ১৮৯ রান করে।
রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশের শুভ্রাংশু সেনাপতি করেন ৩৩ বলে ৫০ রান। ৪০ বলে ৬৮ রান করেন রজত পাতিদার। বাকি কাজ সারেন আইপিএল নিলামে ২৩.৭৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে আসা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। ৯ বলে ১২ করেন। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন হরপ্রীত সিং ভাটিয়াও। বল হাতে ব্যর্থ মহম্মদ সামি। ৪ ওভারে ৩৮ রান দেন, কোনও উইকেট পাননি। এর মধ্যেই কোমরে হাত দিয়ে আচমকাই বসে পড়েন। কিছুদিন আগেই চোট সারিয়ে ফিরেছেন। যদিও পরে উঠে ফের বল করেন। অন্যদিকে ২টি করে উইকেট তুলেছেন কণিষ্ক শেঠ ও সায়ন ঘোষ। ২ বল বাকি থাকতে মধ্যপ্রদেশ জেতে ৬ উইকেটে। এ গ্রুপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলা। ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রাজস্থান। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ।