সুনীল ছেত্রীর জোড়া গোলে হার মহামেডানের, বেঙ্গালুরুর জয়ে মোহনবাগান শীর্ষস্থান খোয়াল লিগ টেবিলের, আরও তলানিতে সাদা কালো
মহামেডান: ১ (মানজোকি)
বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল ছেত্রী ২)
ঘরের মাঠে মহামেডান জেতা ম্যাচ হারল। একা জেতালেন সুনীল ছেত্রী। গোটা ম্যাচ দাপুটে পারফরফরম্যান্স। শূন্য হাতে ফিরতে হল মহামেডানকে। সুনীলের জোড়া গোলে ২-১ গোলে মহামেডানকে হারাল বেঙ্গালুরু এফসি। আগের ম্যাচে ৯ জনের ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি মহামেডান। ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা অখুশি। মানজোকি, রেমসাঙ্গারা ম্যাচের শুরুটা দারুন করেছিলেন। ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণে মহামেডান। ৮ মিনিটেই মানজোকির অনবদ্য গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড।
ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে এল বেঙ্গালুরু। মহামেডানের সব আশায় একা জল ঢাললেন সুনীল ছেত্রী। প্রথমে ৮২ মিনিটে পেনাল্টি স্পট থেকে নিখুঁত দক্ষতায় গোল শোধ। এবং ইনজুরি টাইমের শেষ মিনিটে এসে দুর্দান্ত হেডারে জয় ছিনিয়ে আনা। সুনীল ছেত্রীর পক্ষেই সম্ভব। মহামেডান ম্যাচে প্রায় ৭৫ মিনিট এগিয়ে থেকে শেষমেশ ফিরতে হল শূন্য হাতে। সবটাই সুনীলের দক্ষতায়। ৮১ মিনিটে বেঙ্গালুরু পেনাল্টি পেল, সে বিষয়ে বিতর্কের অবকাশ আছে। হারের জেরে মহামেডান লিগ টেবিলে হায়দরাবাদের নিচেই। শেষ মুহূর্তের নাটকীয় জয়ে বেঙ্গালুরুর এফসি মোহনবাগানকে টপকে শীর্ষস্থান দখল করল।