February 11, 2025

অভিষেকের বিধ্বংসী ইনিংস,জয়ের হ্যাটট্রিক!‌ সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ শীর্ষে বাংলা

0
Bengal won

মিজোরামের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপট অব্যাহত বাংলার। গতবারের চ্যাম্পিয়ন পাঞ্জাবের বিরুদ্ধে লড়াকু জয় দিয়ে এবছর সৈয়দ মুস্তাক আলি অভিযান শুরু করে বাংলা। দ্বিতীয় ম্যাচে তিলক বর্মার হায়দরাবাদকে দাপটের সঙ্গে পরাজিত করে সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা। জাতীয় টি-২০ টুর্নামেন্টের তৃতীয় লিগ ম্যাচে বাংলা বিধ্বস্ত করে মিজোরামকে। নেপথ্যে অভিষেক পোড়েলের বিধ্বংসী ৮১ রান। বাংলা ৮ উইকেটে জিতে এলিট এ গ্রুপের শীর্ষস্থান বজায় রাখল।

বুধবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সি-এ সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। রান বেশি না দিলেও মিজোরামের মতো দুর্বল দলের উইকেটও খুব একটা তুলতে পারেননি বাংলার বোলাররা। মিজোরাম শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। মোহিত জাংরা ৪৯ বলে ৮০ রানের অনবদ্য ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা মেরে অপরাজিত থাকেন। মুয়ানজুয়ালা ২১ বলে ২০ রান করেন। তিনি ১টি চার মারেন। ১৮ বলে ১৪ রান করেন জেহু অ্যান্ডারসন ২টি চার মারেন। ১৩ বলে ১৩ রান করেন অগ্নি চোপড়া ২টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ৬ রান করে আউট হন ক্যাপ্টেন কেসি কারিয়াপ্পা। ১৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন লালরিয়াতরেঙ্গা ২টি বাউন্ডারি মেরে।

https://www.facebook.com/CABCricket/posts/968555418626752?ref=embed_post

হতাশ করলেন মহম্মদ সামি। আগের ম্যাচে ৩ উইকেট তুললেও এদিন কোনও উইকেট পাননি। বরং ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। বাংলার হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নেন শ্রেয়ান ঘোষ। ৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নেন কণিষ্ক শেঠ। ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নেন করণ লাল। ২ ওভারে ১৯ রান খরচ করেও উইকেট পাননি শাহবাজ আহমেদ।

রান তাড়া করতে নেমে বাংলার ওপেনার অভিষেক পোড়েল ৪৫ বলে করেন ৮১ রান। ৯টি চার ও ৪টে ছয়ে ঝড় তোলেন। আইপিএল নিলামের আগেই তাঁকে রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস। নিলামের পর আগুনে ফর্মে বাংলার উইকেটকিপার-ব্যাটার। ম্যাচের সেরাও। তাঁকে যোগ্য সঙ্গে দেন আরেক ওপেনার করণ লাল ৪০ বলে ৬৭ রান করেন। দুজনের তাণ্ডবে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় বাংলা। বাকি কাজ শেষ করেন শাকির গান্ধী। বাংলা ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৮ রান তুলে নেয়। ২৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে বাংলা। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল বাংলা দল। জয়ের হ্যাটট্রিকের ফলে বাংলার পয়েন্ট দাঁড়াল ৩ ম্যাচে ১২। এলিট এ গ্রুপের শীর্ষে অভিষেকরা। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ ও রাজস্থান। দুটো দলই অবশ্য ২টি করে ম্যাচ খেলেছে। ম্যাচের সেরা হন অভিষেক পোড়েল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed