প্যান কার্ডে বড়সড় বদল! সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে প্যান ২.০ প্রকল্পের বিবৃতি
প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ ১,৪৩৪ কোটি টাকা। বিবৃতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। প্যান কার্ডে বড় পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড। প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। কী কী সুবিধা মিলবে নতুন প্যান থেকে? এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রের তরফে দাবি, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি লেনদেনের গতি বাড়বে। আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হল ডিজিয়াল জালিয়াতি। সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেই দাবি।
প্যান ২.০ প্রকল্প নিয়ে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।” অন্যদিকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান ২.০ প্রকল্পটি সক্ষম করা, যা নির্দিষ্ট সরকারী সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য প্যানকে একটি সাধারণ শনাক্তকারী হিসাবে যোগ্য করে তুলবে বলে বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রকের।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আওতাধীন ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’-র তরফে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য। সাধারণ মানুষ কোনওভাবে বিভ্রান্ত না হন এবং তাঁদের কোনওরকম হেনস্থার মুখে পড়তে না হয়।
প্রশ্ন: যাঁদের এখন প্যান কার্ড আছে, তাঁদের নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে?
কেন্দ্র: না। নয়া ‘প্যান ২.০’ প্রকল্পের আওতায় তাঁদের নয়া প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। প্যান নম্বরও পালটতে হবে না।
প্রশ্ন: পুরনো প্যান কার্ডে কি সংশোধন করা যাবে? কোনও তথ্য আপডেট করা যাবে?
কেন্দ্র: হ্যাঁ। ইতিমধ্যে যাঁদের কাছে প্যান কার্ড আছে, তাঁরা যদি তথ্য সংশোধন করতে যায় বা কোনও তথ্য আপডেট করতে যায় (ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা, নাম, জন্মতারিখের মতো জিনিস) তাঁরা সেটা ‘প্যান ২.০’ প্রকল্প শুরুর পরে বিনামূল্যে করতে পারবেন। যতক্ষণ না সেই প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে, ততক্ষণ প্যান কার্ডধারীরা বিনামূল্যে ইমেল আইডি, মোবাইল এবং ঠিকানা পালটাতে পারবেন নীচের লিঙ্কে গিয়ে –
১) https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html
২) https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/homeaddresschange
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্যান কার্ডের অন্যান্য তথ্য আপডেট করা বা সংশোধন করার জন্য আপাতত নিকটবর্তী কোনও কেন্দ্রে যেতে হবে। অথবা টাকা দিয়ে সংশোধন করতে হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
প্রশ্ন: যাঁদের এখন প্যান কার্ড আছে, তাঁদের কি কার্ড পরিবর্তন করতে হবে?
কেন্দ্র: না। যদি না কোনও কার্ডধারী নিজের প্যান কার্ডের কোনও তথ্য সংশোধন করতে চান বা পরিবর্তন করতে চান, তাহলে তাঁর কার্ড পরিবর্তন করা হবে না। এখন প্যান কার্ড আছে, সেটা বৈধ থাকবে। অর্থাৎ সেই প্যান কার্ড দিয়েই কাজ করতে পারবেন।
নতুন প্যান কার্ড কবে পাওয়া যাবে?
কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যখন সংশ্লিষ্ট প্যান কার্ডধারী তথ্য সংশোধন বা পরিবর্তনের আবেদন করবেন, তখন নয়া কার্ড দেওয়া হবে। অর্থাৎ যখন আবেদন করবেন, সেইমতো নয়া প্যান কার্ড পাওয়া যাবে।