January 14, 2025

ডেপুটি সিএম হওয়ার স্বপ্ন অধরা রয়েই গেল ‘‌ভাইপো’‌র!অভিষেকের গণ্ডিও কি বেঁধে দিলেন মমতা? শৃঙ্খলায় তিন কমিটি

0
Mamata Avishek

প্রচন্ড কড়া এবার মমতা। শৃঙ্খলা রক্ষার জন্যও তিন কমিটি। তিনটি পৃথক কমিটি থেকে তিনটি চিঠি গেলে সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দলের অন্দরে একটা নতুন কানাঘুঁষোর দাবি ছিল পরের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ডেপুটি করার পক্ষেও দলবাজি হচ্ছেল। ক্যামেরার সামনে এনিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে সেগুরে বালি?‌ সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির মিটিংয়ে সব জল্পনার অবসান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্য একটি নির্দিষ্ট দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে। কেবল দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন। তাঁর সেই টিমে থাকছে কীর্তি আজাদ, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, সুস্মিতা দেব। ব্যাস এটুকুই!‌

প্রশ্ন, রাজ্য রাজনীতি নিয়ে আর কথা বলতে পারবেন না অভিষেক? মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্য কোনও বিষয়ে কথা বলতে পারবেন না বিষয়টি তেমন নয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে কোনও বিষয়ে যুক্তিযুক্ত মনে হলে তা নিয়ে বলার অধিকার অভিষেকের রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির মিটিং সেরে সন্ধ্যার বিমানে দিল্লি যান অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটা হয়েছে?‌ মমতার নেতৃত্ব নিয়ে যে সংশয় তোলা হচ্ছিল?‌ অভিষেক আসার পরে দলে শৃঙ্খলা আসছে এমনটা বলছিলেন কেউ কেউ সেই বক্তব্যেই রাশ টনা হল দলের পক্ষ থেকে!‌ মমতার দীর্ঘদিনের সঙ্গীরা অনুভব করছিলেন দলে তাঁদের গুরুত্ব কমছে তাঁদেরকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসালেন মমতা। নবীন প্রবীণের যে বিতর্ক শুরু হয়েছিল দলের অন্দরে সেখানেও সোজাসাপ্টা বার্তা দিলেন খোদ সুপ্রিমো। শৃঙ্খলা রক্ষার জন্যও তিনটি কমিটি করা হয়েছে। তিনটি পৃথক কমিটি থেকে তিনটি চিঠি গেলে সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে।

সংসদের জন্য গঠিত কমিটিতে সুদীপ ব্যানার্জি, ডেরেক ও ব্রায়েন, কল্যান ব্যানার্জি সহ কয়েকজন। বিধানসভার জন্য গঠিত কমিটিতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, দলীয় স্তরের কমিটিতে থাকছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed