January 16, 2025

মুস্তাক আলি ট্রফিতে বড় জয় বাংলার, জয়ের নেপথ্যে বল হাতে মহম্মদ সামি, নিলেন ৩ উইকেট

0
Mahammad Sami

দুরন্ত ছন্দে সামি। নিলেন তিন উইকেট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার সোনার দৌড় অব্যহত। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাঞ্জাবকে হারিয়েছিল সুদীপ ঘরামির দল। হায়দরাবাদ। সেই হায়দরাবাদের নেতৃত্বে পরপর তিনটি টি-২০ ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়া তিলক বর্মা। মধ্যে জোড়া সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে। ব্যাটে ঝড় তুললেন তিলক। ৪৪ বলে ৫৭ রান করেন। ৮ উইকেটে ম্যাচ জিতে গ্রুপে তিন নম্বরে রইল বাংলা।

বাংলার জয়ের নেপথ্যে বল হাতে মহম্মদ সামির দাপট। ৩.৩ ওভারে মাত্র ২১ রান খরচ করে নিলেন ৩ উইকেট। চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ৩৬০ দিন পর রঞ্জি ট্রফিতে ফিরেই মধ্য প্রদেশের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে বাংলাকে ম্যাচ জিতিয়েছিলেন। নিজেকে ফিট প্রমাণ করতে মরিয়া বাংলার ফাস্টবোলার। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও বল হাতে আগুন ঝরাচ্ছেন। রাজকোটে বাংলার জয়ের আরও এক কারিগর কর্ণ লাল। বল হাতে ৩০ রানে ২ উইকেট। ব্যাটে ৪৬ রান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হয়েছেন কর্ণই।

বাংলার বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। সামি ও কর্ণ ছাড়াও উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ১৪ রানে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে বাংলা। ইনিংস ওপেন করতে পাঠানো হয়েছিল অভিষেক পোড়েলকে। ৩৯ বলে ৪১ রান করেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটার। ২৯ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন কর্ণ। সুদীপ চট্টোপাধ্যায় ২১ বলে ২৩ রান করে এবং শাহবাজ ১৮ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed