দ্বিতীয় টেস্টের আগে দেশে ফিরছেন কোচ গম্ভীর, পারিবারিক কারণে দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না ভারতীয় কোচ

দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না ভারতীয় কোচ। দেশে ফিরছেন গৌতম গম্ভীর। পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া পৌঁছবেন বলে খবর। আপাতত অস্ট্রেলিয়া ছেড়েছেন গৌতম গম্ভীর। অনুশীলন ম্যাচ খেলতে ভারতীয় দল ক্যানবেরা যাবে। দলের সঙ্গে যাবেন না ভারতীয় কোচ। গম্ভীর খুব বেশিদিন ভারতে থাকবেন না। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের আগেই অস্ট্রেলিয়ার ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে খেলা হবে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। ম্যাচটি খেলা হবে গোলাপি বলে।

পার্থে সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রথম টেস্ট ২৯৫ রানে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে হবে সেই ম্যাচ। তার আগে ক্যানবেরায় অনুশীলন ম্যাচ খেলবে ভারত। বুধবার সেখানে যাবে দল। শনিবার থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না গম্ভীর। ভারতীয় দল ডে-নাইট টেস্টের আগে গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় খেলা হবে ২ দিনের সেই ডে-নাইট অনুশীলন ম্যাচ। এই ট্যুর ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। পারিবারিক কারণে দেশে ফিরে আসছেন।