February 11, 2025

তৃণমূলের নজরে ছাব্বিশের ভোট!‌ জাতীয় কর্মসমিতির বৈঠকে বড়সড় সাংগঠনিক রদবদল?‌ উপ নির্বাচনে শুভেন্দুর গড়ে ভরাডুবি

0
Mamata Avishek

বিধানসভা ভোটে ছয়ে ছয় করলেও পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে ভরাডুবিতে তৃণমূল। শুভেন্দু অধিকারীর দুর্গে ফের একবার সমবায় নির্বাচনে সমবায় হাতছাড়া রাজ্যের শাসকদলের। উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীদের দাবি, অবাধে নির্বাচন হলে রাজ্যেও একই ফল হবে। অস্তিত্ব থাকবে না তৃণমূলের। রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচন হয়। মোট ৫২ টি আসনে লড়াই করেন বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তার মধ্যে ৩৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১৬টি আসনে। ১ আসনে টাই হয়। পরে সেটিতেও জয়লাভ করে বিজেপি। ফলে ৩৭ আসনে জয়ী হয়ে সমবায়ের দখল নিয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।

লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিত ভালো ফল। তা সত্ত্বেও দলে বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগের ‘কাঁটা’ সরছে না কিছুতেই। সামনে আবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সাংগঠনিক স্তরে রদবদল করার পথে রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক। সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ জাতীয় কর্মসমিতির ২২ সদস্য। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি তথা কোর কমিটির নতুন সদস্য অনুব্রত মণ্ডল। যদিও তিনি কর্মসমিতির সদস্য নন। রদবদলের একাধিক জেলা সভাপতি বদলের সম্ভাবনা। কে পদে বহাল থাকবেন? কার ডানা ছাঁটা যাচ্ছে? প্রশ্ন থাকছেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed