January 14, 2025

অস্ট্রেলিয়ায় পৌঁছেই অনুশীলনে রোহিত, অ্যাডিলেড টেস্টে খেলবেন ভারত অধিনায়ক, গোলাপি বলে ব্যাটিং রোহিতের

0
Rohit Sharma

অ্যাডিলেড মানেই ৩৬ অলআউটের স্মৃতি। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আতঙ্কের দিনরাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ টেস্টের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা। সদ্যই দ্বিতীয়বার বাবা হওয়ার পরে ছুটি নিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়কের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল তাঁ নিজের উপর। পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যাননি ভারত অধিনায়ক। রোহিত বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছন।

পারথ টেস্টের তৃতীয় দিন অর্থাৎ রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছচ্ছেন ভারত অধিনায়ক। নির্ধারিত সময়েই রবিবার পারথে পৌঁছে যান রোহিত। তার পরে সোমবার অর্থাৎ পারথ টেস্টের চতুর্থ দিন ভারতীয় দলের ড্রেসিংরুমে পৌঁছে যান। কোচ গৌতম গম্ভীরের পাশে বসে বেশ কিছুক্ষণ খেলা দেখেন। কিছুক্ষণ খেলা দেখার পর পারথেই অনুশীলনে নেমে পড়েন রোহিত। নেটে গিয়ে পিঙ্ক বলে ব্যাট করতে দেখা যায় তাঁকে। অন্তত ৪০ মিনিট নেটে ব্যাট করেছেন ভারত অধিনায়ক। আগ্রাসী মেজাজে নয়, খানিক ডিফেন্স করতেই দেখা গিয়েছে হিটম্যানকে। আকাশ দীপ, মুকেশ কুমার, নভদীপ সাইনি এবং যশ দয়াল বোলিং করেন রোহিতকে। পিঙ্ক বলে নেটে বল করেন রবীন্দ্র জাদেজাও। অ্যাডিলেডে চেনা ছন্দে ফিরবেন ভারত অধিনায়ক?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed