তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে মমতা-অনুব্রত সাক্ষাৎ?বাদ দলের সাংসদ সুখেন্দুশেখর রায়, আমন্ত্রিত সদ্য জেলফেরৎ অনুব্রত! কুনাল থেকে অনুব্রত, জেল খাটা নেতাদের প্রাধান্য দলে বেশী? বিস্তর প্রশ্ন
গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়। সাংসদ হয়ে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে। আরজি কর হাসপাতালের ঘটনার পর নানা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্যসভার সাংসদ। তাঁর বন্ধু জহর সরকারের সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দুবাবু আটকাননি। সোমবার তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে দলের সব সাংসদ, বিধায়ক এবং জেলার শীর্ষনেতৃত্বকে ডাকা হয়েছে। বৈঠকে আমন্ত্রণের তালিকায় বৈপরীত্য নিয়ে জোর চর্চা। একজন আমন্ত্রণ পেলেন যিনি সাংসদ–বিধায়ক নন। জেলা সভাপতি পদে আছেন। আর একজন সাংসদ হয়েও আমন্ত্রণ পেলেন না।
৬ বিধানসভা উপনির্বাচনে ৬–০ ফল করে রাজ্য–রাজনীতিতে বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার পর দলের কর্মসমিতির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সংসদে বসছে শীতকালীন অধিবেশন এবং বিধানসভায় বসছে শীতকালীন অধিবেশন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেড়ে ২২৬। এই দুই শীতকালীন অধিবেশনে সাংসদ–বিধায়কদের কেমন পদক্ষেপ করতে হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে তা বলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়। সাংসদ হয়ে আজ তিনি উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে। বীরভূম জেলা সভাপতি সদ্য জেল থেকে ফেরৎ আসা অনুব্রত মণ্ডলের আমন্ত্রণ রয়েছে। কিছুদিন আগে তিহাড় জেল থেকে জামিনে মুক্ত অনুব্রত ডাক পেলেও সুখেন্দু কেন পেলেন না? কুনাল ঘোষ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল। তাহলে কী জেল খেটে আসা নেতাদের প্রাধান্য দলে বেশী? এই নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে।