January 14, 2025

পার্‌থে ঐতিহাসিক নজির গড়ে জয় ভারতের, অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে উড়িয়ে দিলেন বুমরাহরা

0
Parth Test

দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের মাথায় হেড আউট হতেই ভারতের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। ১৬১ রানে ষষ্ঠ উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ট্র্যাভিস হেডকে সাজঘরে ফেরালেন বুমরাহ। তখনই ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচটি পুরোপুরি ভারতের দখলে। স্বাধীনতার পর মাত্র একবার পারথে গিয়ে টেস্ট জিতেছে ভারত। ঐতিহাসিক নজির আরও একবার ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার গড়, গতি আর বাউন্সে ভরা পারথেই উড়ল ভারতের বিজয়পতাকা। প্যাট কামিন্সদের দর্পচূর্ণ করে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তাও রোহিত শর্মা, শুভমান গিলদের মতো বড় নামকে বাদ দিয়েই।ট্র্যাভিস হেডকে ফেরান জসপ্রীত বুমরাহ। ৮৯ রান করে আউট ট্র্যাভিস হেড। জসপ্রীত বুমরাহর বলে পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেড। এর আগে মিচেল মার্শের ক্যাচ মিস করেন দেবদূত পাডিক্কাল। ম্যাচের ৩৩তম ওভারে হর্ষিত রানার বলে ক্যাচ তুলেছিলেন মার্শ।

চতুর্থ দিনের প্রথম উইকেটে উসমান খোয়াজাকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। দারুণ ক্যাচ ধরলেন ঋষভ পন্ত। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচটি এখন পুরোপুরি ভারতের হাতের মুঠোতে। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১২ রানে তিনটি উইকেট হারিয়েছে। জিততে ৫২২ রানের প্রয়োজন ছিল। পার্থ টেস্ট ম্যাচে ভারত দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে এবং অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দেয়। জসপ্রীত বুমরাহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন। মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে দুটি উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন।

প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ভার‍ত পারথ টেস্ট জিতল। অধিনায়ক বুমরাহর সঙ্গে তাল মিলিয়ে প্রথম ইনিংসে অজি পেসারদের পালটা আগুনে বোলিং শুরু করেন সিরাজ-হর্ষিতরা। মাত্র ১০৪ রানে গুটিয়ে দেন অজি ব্যাটিংকে। সেখান থেকেই শুরু হয় ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। বোলারদের দুর্দান্ত লড়াইয়ের পর ভারতীয় ব্যাটারদের তাণ্ডব দেখল পারথের অপ্টাস স্টেডিয়াম। যশস্বী জয়সওয়ালের নজিরগড়া ১৬১, বিরাট কোহলির ৩০তম সেঞ্চুরি, ফর্মে ফেরা কে এল রাহুলের ৭৭ রান একত্রিত হয়ে ৪৮৭ পর্যন্ত পৌঁছে যায় ভারত। ৫৩৪ রানে পাহাড় চাপে অজি ব্যাটারদের ঘাড়ে। চতুর্থ দিন দুরন্ত ব্যাটিং শুরু করেন ট্র্যাভিস হেড, মিচেল মার্শরা। ৮৯ করা হেডকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। জীবনের প্রথম টেস্ট উইকেট হিসাবে মিচেল মার্শকে তুলে নেন নীতীশ রেড্ডি। ভারতের জয়ে সিলমোহর পড়ে তখনই। লোয়ার অর্ডারে অ্যালেক্স কেরি চেষ্টা করলেও, সম্ভব ছিল না। ২৯৫ রানের বিরাট ব্যবধানে পারথ টেস্টে জেতে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একবার পারথে গিয়ে জিতেছিল ভারত। ২০০৭-০৮ মরশুমে জেতে অনিল কুম্বলের টিম ইন্ডিয়া। সেই ইতিহাস আরও একবার ছুঁয়ে দেখলেন বুমরাহরা। এবার সামনে অ্যাডিলেড টেস্টে দিনরাতের ম্যাচে অসিদের মুখোমুখি ভারত। ৩৬ অলআউটের শাপমোচন করতে পারবে গৌতম গম্ভীরের ‘নতুন’ ভারত? এবার অধিনায়ক রোহিত শর্মা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed