আইপিএল মহানিলাম, আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটার শ্রেয়স

আইপিএল মহা নিলাম। এবারের মেগা অকশন সৌদি আরবের জেড্ডায়। ৫৭৭ জন ক্রিকেটারকে শেষ বাছাই করা হয়েছে ২০৪টি জায়গার জন্য। ভাগ্য নির্ধারণ শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সামির মতো তারকাদের। আইপিএল নিলামের জন্য প্রাথমিকভাবে নাম দিয়েছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। যাঁদের মধ্য থেকে বাছাইয়ের পরে ৫৭৭ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে বিসিসিআই, যাঁদের এবছর মেগা নিলামে ভাগ্য নির্ধারণ করা হবে। ৫৭৭ জন ক্রিকেটারের মধ্যে আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার রয়েছেন ৩ জন। দু’দিনের মেগা নিলামে দল খুঁজে পেতে পারেন সর্বাধিক ২০৪ জন ক্রিকেটার।
https://twitter.com/IPL?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1860611895557804330%7Ctwgr%5E66fc329491dda8dabc854e31466215ff8ede8c50%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fipl-auction-2025-live-arshdeep-singh-to-punjab-kings-on-18-crore%2F
২ কোটি বেস প্রাইসের শ্রেয়সের জন্য শুরুতেই দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংস ৭ কোটি ২৫ লক্ষ টাকায় রণে ভঙ্গ দেওয়ার পর কলকাতার সঙ্গে লড়াইয়ে দিল্লি। ১০ কোটিতে হাল ছাড়ে কলকাতা। আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটারে পরিণত হন শ্রেয়স। প্রথম ক্রিকেটার হিসেবে ২৫ কোটি টাকার গণ্ডি টপকান। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় পাঞ্জাব কিংস দলে নেয় শ্রেয়সকে।
https://twitter.com/hashtag/TATAIPLAuction?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1860611895557804330%7Ctwgr%5E66fc329491dda8dabc854e31466215ff8ede8c50%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fipl-auction-2025-live-arshdeep-singh-to-punjab-kings-on-18-crore%2F&src=hashtag_click
১. জসপ্রীত বুমরাহ- ১৮ কোটি টাকা। ২. সূর্যকুমার যাদব- ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। ৩. হার্দিক পান্ডিয়া- ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। ৪. রোহিত শর্মা- ১৬ কোটি ৩০ লক্ষ টাকা। ৫. তিলক বর্মা- ৮ কোটি টাকা।

২০২৫-এর মেগা নিলামে সব থেকে বয়স্ক ক্রিকেটার হলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার জেমস অ্যান্ডারসন। নিলামের দিনে ব্রিটিশ তারকার বয়স ৪২ বছর ১১৭ দিন। নিলামে সব থেকে কমবয়সী ক্রিকেটার হলেন বিহারের বৈভব সূর্যবংশীর বয়স ১৩ বছর ২৪২ দিন।
কোন দল কতজন ক্রিকেটার কিনতে পারবে?
চেন্নাই- ২০ জন (৭ জন বিদেশি), দিল্লি- ২১ জন (৭ জন বিদেশি), গুজরাট- ২০ জন (৭ জন বিদেশি), কেকেআর- ১৯ জন (৬ জন বিদেশি), লখনউ- ২০ জন (৭ জন বিদেশি), মুম্বই- ২০ জন (৮ জন বিদেশি), পঞ্জাব- ২৩ জন (৮ জন বিদেশি), আরসিবি- ২২ জন (৮ জন বিদেশি), রাজস্থান- ১৯ জন (৭ জন বিদেশি), হায়দরাবাদ- ২০ জন (৫ জন বিদেশি)।
কাদের হাতে ক’টি আরটিএম কার্ড?
চেন্নাইয়ের ১টি, দিল্লির ২টি, আরসিবির ৩টি, লখনউয়ের ১টি, পাঞ্জাবের ৪টি, মুম্বইয়ের ১টি, হায়দরাবাদের ১টি ও গুজরাটের ১টি আরটিএম কার্ড রয়েছে। কলকাতা ও রাজস্থানের হাতে কোনও আরটিএম কার্ড নেই। কেননা তারা সর্বাধিক ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে ইতিমধ্যেই।
কাদের হাতে কত টাকা?
পাঞ্জাব কিংস- ১১০.৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস- ৪১ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস- ৫৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস- ৭৩ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স- ৫১ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৮৩ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস- ৬৯ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স- ৪৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ- ৪৫ কোটি টাকা, গুজরাট টাইটান্স- ৬৯ কোটি টাকা।