যশস্বীর সেঞ্চুরির পরেই রাহুল আউট! বড় রানের পথে যশপ্রীত বুমরার ভারত
পার্থে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। ম্যাচের তৃতীয় দিন। যশস্বী জয়সওয়াল টপকালেন ১০০ রান। নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ১৭৬ বলে ৭৭ রন করে মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন কেএল রাহুল। ভারতের স্কোর তখন ২০১/১। দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটের পতন।
অস্ট্রেলিয়ায় নিজের প্রথম শতরান যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। যশস্বী জয়সওয়াল তার চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি এলো ছক্কা মেরে। অস্ট্রেলিয়ায় এটি তাঁর প্রথম শতরান। ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ পার্থে ম্যাচের রাশ এখন টিম ইন্ডিয়ার হাতে।
প্রথম দিনে ১৭ উইকেট পড়লেও, দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার তিন উইকেট বাদে ভারতের কোনও উইকেট শিকার করতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের দারুণ পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে আউট করে এবং প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়েছিল। ভারত আপাতত বড় রানের লিড রাখার লক্ষ্যে।