January 14, 2025

টানা ৩টি টি২০ শতরান করে বিশ্বরেকর্ড তিলকের, আইপিএল নিলামের আগের দিন মুস্তাক আলির শুরুতেই ৪৭ বলে সেঞ্চুরি শ্রেয়সের

0
Tilak Barma

গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন শ্রেয়স আইয়ার। দলীপ ট্রফিতে রানের মধ্যে ছিলেন। ইরানি কাপে হাফ-সেঞ্চুরি করেছেন। রঞ্জি ট্রফিতে পরপর ২টি ম্যাচের একটিতে সেঞ্চুরি ও একটিতে ডাবল সেঞ্চুরি করেছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে শ্রেয়স আইয়ার। ধারাবাহিকতা বজায় রাখেলন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দিতে নেমে গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিধ্বংসী শতরান করেন শ্রেয়স আইয়ার। আইপিএল নিলামের ঠিক আগের দিন ব্যাটার হিসেবে ও ক্যাপ্টেন হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ফের একবার প্রমাণ করলেন শ্রেয়স।

আইয়ার এবার কেকেআরের স্কোয়াড থেকে বেরিয়ে এসেছেন। রবিবার আইপিএলে নিলামে তাঁকে নিয়ে রীতিমতো টানাটানি পড়তে পারে। কাধিক দলের এবার নতুন ক্যাপ্টেন দরকার। যথা সময়ে ক্যাপ্টেন ও ব্যাটার হিসেবে নিজের দ্বৈত ভূমিকার উৎকৃষ্ট নমুনা পেশ করলেন শ্রেয়স। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ই-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে মুম্বই ও গোয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। বিধ্বংসী শতরান শ্রেয়স আইয়ারের। শ্রেয়স আইয়ার ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শতরানের গণ্ডি টপকান মাত্র ৪৭ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৭টি ছক্কার। শেষমেশ ৫৭ বলে ১৩০ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন শ্রেয়স। মারেন ১১টি চার ও ১০টি ছক্কা।

শনিবারই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শ্রেয়সের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভেঙে দেন তিলক বর্মা। শ্রেয়স ২০১৯ সালে সিকিমের বিরুদ্ধে ১৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। শনিবার তিলক মেঘালয়ের বিরুদ্ধে ১৫১ রান করে শ্রেয়সের সেই রেকর্ড চুরমার করেন। গোয়ার বিরুদ্ধে এই ম্যাচে মুম্বইয়ের হয়ে ২২ বলে ৩৩ রান করেন পৃথ্বী শ। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করেন অংকৃষ রঘুবংশী। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন অজিঙ্কা রাহানে। ২৪ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলেন শামস মুলানি। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন সূর্যংশ শেজ। গোয়ার হয়ে ভালো বোলিং করতে পারেননি অর্জুন তেন্ডুলকর। তিনি ৪ ওভারে ৪৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি। অর্থাৎ, ওভার প্রতি ১২ রান করে খরচ করেন অর্জুন। দর্শন মিশাল ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি টি-২০ ম্যাচে ২৮০ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিলক বর্মা। তিনি সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচে বিধ্বংসী শতরান করেন। এবার ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন তিলক। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই মারকাটারি শতরান করেন তিলক। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে পরপর ৩টি টি-২০ সেঞ্চুরি করে তিলক দুর্দান্ত বিশ্বরেকর্ড গড়েন। সেই সঙ্গে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকে সর্বকালীন নজির গড়ে ফেলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলে শ্রেয়স আইয়ারের ৫ বছর আগের রেকর্ড ভেঙে দেন তিলক। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সি-এ সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে হায়দরাবাদ ও মেঘালয়। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।

তিলক বর্মা ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিলক ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মাত্র ৫১ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৫টি ছক্কার। তিনি ১৫০ রান পূর্ণ করেন ৬৬ বলে। অর্থাৎ, ১০০ থেকে ১৫০-এ পৌঁছতে তিলক খরচ করেন মোটে ১৫টি বল। শেষমেশ ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ১৫১ রান করে আউট হন তিলক। এছাড়া ২৩ বলে ৫৫ রান করেন তন্ময় আগরওয়াল। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন।

টানা তিনটি টি-২০ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
১. তিলক বর্মা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন।

২. তিলক জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন।

৩. মেঘালয়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ১৫১ রান করে আউট হন তিলক।

তিলক বর্মাই হলেন বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার, যিনি টানা তিনটি টি-২০ ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। সেদিক থেকে দুর্দান্ত বিশ্বরেকর্ড গড়লেন তিলক।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
তিলক বর্মার আগে ভারতের আর কোনও ব্যাটার টি-২০ ক্রিকেটে এক ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। সেই নিরিখেও সর্বকালীন রেকর্ড গড়েন তিলক। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত তিলকের ১৫১ রানই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের সর্বকালীন রেকর্ড। তিলক এক্ষেত্রে ভেঙে দেন শ্রেয়স আইয়ারের রেকর্ড। শ্রেয়স ২০১৯ সালে সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৭টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে ৫০ বলে ১৪৭ রান করেন।

ছেলেদের টি-২০ ক্রিকেটে নন-ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
শুধু ভারতের নয়, বরং সারা বিশ্বের মধ্যে নন-ওপেনার ব্যাটার হিসেবে ছেলেদের টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েন তিলক। এই নিরিখে তিলকের ১৫১ রানের থেকে বেশি রান সংগ্রহ করেছেন কেবল গ্রাহাম নেপিয়ার। ২০০৮ সালে সাসেক্সের বিরুদ্ধে ১৫২ রান করে অপরাজিত থাকেন। এই নিরিখেও শ্রেয়সকে পিছনে ফেলে দেন তিলক। শ্রেয়সের ১৪৭ তালিকার তিন নম্বরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed