January 16, 2025

বোধোদয়!‌ বদলে গেল ভারতের ব্যাটিং, রাহুল-যশস্বীর জুটিতে রানের পাহাড় গড়ার পথে ভারত

0
Rahul Jaswashi

প্রথম ইনিংস:
ভারত: ১৫০/১০ (নীতীশ ৪১, হেজেলউড ২৯/৪)
অস্ট্রেলিয়া: ১০৪/১০ (স্টার্ক ২৬, বুমরাহ ৩০/৫)

দ্বিতীয় ইনিংস
ভারত: ১৭২/০ (যশস্বী ৯০, রাহুল ৬২)
ভারতের লিড ২১৮ রানে।

ভারতীয় ওপেনারদের ব্যাটিংয়ে প্রবল চাপে অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দোরগোড়ায় যশস্বী। ভারতের ব্যাটিংয়ের ছবিতে আমূল বদল। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার সাক্ষী হয়েছিল টিম ইন্ডিয়া। মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছিল বিরাটদের ইনিংস। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের রান উঠল ১৭২। একটাও উইকেট খুইয়ে ভারতের লিড ২১৮ রানের। বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় দিনের শেষে যশস্বী-রাহুলের চওড়া ব্যাটে চালকের আসনে গম্ভীর বাহিনী।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৭ উইকেট হারিয়ে ৬৭। আশা করা গিয়েছিল দ্রুত ফিরিয়ে দেওয়া যাবে অসি টেল এন্ডারদের। শেষ উইকেটের জুটিতে উঠল ২৫ রান। স্টার্ক অনবদ্য ব্যাটিং করে ভারতের সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে শেষ পর্যন্ত ৪৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া। যশস্বী-রাহুল ওপেনিং জুটি ভরসা দিল। বেলারদের বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ভারতের দুই ব্যাটার। দিনের শেষে যশস্বী ব্যাট করছেন ৯০ রানে। সেঞ্চুরির দোরগোড়ায় থাকা জয়সোয়ালের পাশে রাহুলের রান ৬২। দিনের শেষে ভারতের রান ১৭২। লিড ২১৮।

প্রথম দিনের শেষে ৭ উইকেটে ৬৭ রান করে অসিরা। ৭৯ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। শেষ উইকেটে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে সেই স্টার্কই অজিদের পৌঁছে দিলেন ১০৪ রানে। তিনি করলেন ২৬ রান। এটা ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বনিম্ন স্কোর। অধিনায়ক বুমরাহ নেনন ৫ উইকেট। অভিষেককারী হর্ষিত রানা পেয়েছেন ৩ উইকেট। দুই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। টেস্ট ক্রিকেটে ফিরল ভারতীয় দল। আসলে পার্‌থের ২২ গজ যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলদের টেস্ট ক্রিকেটের ব্যাটিং করতে বাধ্য করল। প্রলোভনে পা দেননি কেউ। প্রথম ইনিংসে ওভার প্রতি ৩.০২ রান তোলা ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ওভার প্রতি তুলল ৩.০১ রান। একই বোলারদের বিরুদ্ধে। প্রথম দিনের তুলনায় কিছুটা সহজ পিচে। যশস্বী-রাহুলকে পুরস্কৃত করল ধৈর্য। যথাযথ সম্মান পেতেই তাঁদের ব্যাটে রান ফিরিয়ে দিল লাল বল। লাভবান হল ভারতও। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ১৭২। এগিয়ে ২১৮ রানে। হাতে ১০ উইকেট। যশস্বী অপরাজিত ৯০ রানে। রাহুল খেলছেন ৬২ রানে। ম্যাচের এখনও তিন দিন বাকি। অপটাস স্টেডিয়ামে ঝকঝক করছে ভারতীয় ক্রিকেট। গম্ভীর মস্তিষ্ক নিশ্চিত ভাবে মগ্ন জয়ের ভাবনায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed