February 11, 2025

জার্মানির সংস্থা বিনিয়োগ করবে বাংলায়, কলকাতায় উইনস্রথ স্পেশালিটি ফার্নেস তৈরির কারখানা

0
Sashi Panja

জার্মানি থেকে বাংলায় আসছে লগ্নি। জার্মানির সংস্থা উইনস্রথ এই রাজ্যেই স্পেশালিটি ফার্নেস তৈরির করার কারখানা গড়ার পরিকল্পনা নিয়েছে। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর থেকেই নানা বদনাম বয়ে বেড়াতে হয়েছে তৃণমূলকে। ন্যানোকে তাড়িয়ে দিয়েছিল টিএমসি এমন কথাও শুনতে হয়েছে তৃণমূলকে। ঘাসফুল শিবির বার বার চেষ্টা করে কীভাবে লগ্নি টানা যায় বাংলায়। বিগত দিনে লগ্নি আনার জন্য বিদেশেও গিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জার্মানির সংস্থা উইনস্রথ এই রাজ্যেই স্পেশালিটি ফার্নেস তৈরির করার কারখানা গড়ার পরিকল্পনা নিয়েছে। উইনস্রথ ফার্নেসেস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস মুখোপাধ্যায় জানান, আগামী ১ বছরের মধ্যে তারা ৫০-৬০ কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। নিউটাউনে উইনস্রথ ফার্নেসেস ইন্ডিয়া তাদের অফিস খুলেছে। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, ভারতে একমাত্র নিউটাউনে এই কোম্পানি তাদের নতুন অফিস চালু করেছে। চিনে ওদের কারখানা রয়েছে। আমরা ওদের অনুরোধ করেছি এই রাজ্যে কারখানা খুলতে। পূর্ব ভারতে প্রচুর ফাউন্ড্রি ও ইস্পাত কারখানা রয়েছে, সেখানে স্পেশালিটি ফার্নেসের ব্যবহার হয়।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে স্পেনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরে বাংলার মুখ্যমন্ত্রী। সফরসঙ্গী ছিলেন রাজ্যের পদস্থ আধিকারিকরা। বাংলা থেকে সাংবাদিকরাও গিয়েছিলেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক শিল্পগোষ্ঠীর সঙ্গে কথা হয়েছিল সেবার। এমনকী মিত্তালদের মতো ভারতীয় শিল্পগোষ্ঠী যাঁরা বিদেশে বিপুল বিনিয়োগ করেছেন তাঁদেরকেও বাংলায় ফিরে আসার ব্যাপারে আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। বার্সোলোনায় শিল্পোপতি ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন মমতা। সেখানেই তিনি বলেছিলেন, দেশে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই রয়েছে। এবং সেটা থাকবেও। কিন্তু দেশের বাইরে আমরা সবাই ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। শিল্প সফরের কোথাও রাজনীতির কথা বলেননি বলে জানিয়েছিলেন মমতা। মাদ্রিদ থেকে নয় লগ্নি আসবে জার্মানি থেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed