দিলীপ থেকে রহমান হয়েছিলেন? স্ত্রী সায়রার জন্যই ধর্ম পরিবর্তনে শিল্পী
‘আবদুল রহমান’। তারপর ‘আল্লাহ রাখা রহমান’। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে সেরেছিলেন এআর রহমান। বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন এআর রহমান। জন্মের পর নামকরণ হয় এএস দিলীপ কুমার। ২৩ বছর বয়সে ধর্ম পরিবর্তন করে হন এআর রহমান। বর্তমানে বিবাহবিচ্ছেদের কারণে আলোচনার কেন্দ্রে সুরকারের ব্যক্তিগত জীবন। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের বৈবাহিক জীবনে ইতি। দাবি, সায়রাকে বিয়ে করার জন্যই ধর্মান্তরিত হয়েছিলেন এআর রহমান।
ঠিক কী কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন এআর রহমান? ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি। কিন্তু তার অনেক আগেই ধর্ম পরিবর্তন করেছিলেন এআর রহমান। তখন শিল্পীর বয়স মাত্র ২৩। এআর রহমানের বাবা দীর্ঘ দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শেষের দিনগুলিতে সাহায্য করেছিলেন একজন সুফি রোগ নিরাময়কারী। এআর রহমানের জীবনে তাঁর বিরাট প্রভাব ছিল। তাঁর পরামর্শ মেনে চলতেন শিল্পী। সেখান থেকেই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত।
এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে শিল্পী বেছে নেন ‘আবদুল রহমান’ নামটি। পরে নামের সঙ্গে ‘আল্লাহ রাখা’ নামটি যোগ করেন তাঁর মা। নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে এআর রহমান সমাজমাধ্যমে লেখেন, “আমরা ভেবেছিলাম, অন্তত ৩০তম বছরে পৌঁছতে পারব। কিন্তু এই শেষটা আমরা কল্পনাতেও ভাবিনি। হৃদয় ভাঙার ভারে ঈশ্বরের আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না।” বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত দু’জনেরই স্পষ্ট এআর রহমানের পোস্টে।