গিটার হাতে মঞ্চ কাঁপান, বঙ্গতনয়া মোহিনীতে মোহিত অনেকে
রহমান দম্পতির বিচ্ছেদের প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক। চার হাত এক হওয়ার পর দুই জীবনের তাল মিলে গিয়েছিল। প্রায় তিন দশক পর সেই তাল কাটল। বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন অস্কার বিজয়ী সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। রহমান দম্পতি বিচ্ছেদের কথা ঘোষণা করতে না করতেই আরও এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। রহমানের সহযোগী মোহিনী দে। রহমানের দলের বেসিস্ট বঙ্গতনয়া মোহিনী।
রহমানের বিচ্ছেদের ঘণ্টাখানেকের ব্যবধানে মোহিনীও তাঁর সুরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই জল্পনা দানা বাঁধতে শুরু করে অনেকের মনে। দুইয়ে দুইয়ে চার। আঙুল ওঠা শুরু মোহিনীর দিকে। কানাঘুষো শুরু। এই বঙ্গতনয়ার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। মোহিনী-রহমান সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হতেই কৌতূহল তৈরি হয়েছে বঙ্গললনাকে নিয়ে।
২৮ বছর বয়সি মোহিনী বাঙালি হলেও তাঁর জন্ম এবং বেড়ে ওঠা মুম্বইয়ে। নিজগুণে অল্প বয়সেই নামডাক। মোহিনীর প্রতিভা প্রথম বুঝতে পেরেছিলেন তাঁর বাবা। তিন বছর বয়স থেকেই মোহিনীর তালিম শুরু হয়। ন’বছর বয়সে প্রথম বেস গিটার হাতে তুলেছিলেন মোহিনী। ১১ বছর বয়সে পারফর্ম করাও শুরু। জ্যাজ সঙ্গীতের অন্যতম নক্ষত্র লুই ব্যাঙ্কস এক সময় মোহিনীর পরামর্শদাতা ছিলেন। শিল্প নিয়ে অনেক পরামর্শ মোহিনী পেয়েছেন ব্যাঙ্কসের কাছ থেকে। খুব তাড়াতাড়িই সাফল্য আসে মোহিনীর জীবনে। বেসিস্ট হিসাবে রহমানের দলে কাজের সুযোগ পান।
রহমানের সঙ্গে বহু শোয়ে পারফর্ম করেন। শুধু রহমানের সহযোগীই নয়, বাংলাদেশের ‘উইন্ড অফ চেঞ্জ’ এবং ‘কোক স্টুডিয়ো ইন্ডিয়া’র অংশ হিসাবেও গিটার বাজাতে দেখা গিয়েছে তাঁকে। ২০২৩ সালের আগস্টে মুক্তি পেয়েছিল মোহিনীর নিজস্ব অ্যালবাম। রহমান ছাড়াও স্টিভ ভাই, মার্কো মিনেম্যান, জর্ডান রুডেস, জেসন রিচার্ডসন, দেওয়া বুদজানা, জাকির হুসেন, শিবমণি এবং উইলো স্মিথের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে একই মঞ্চে গিটার বাজিয়েছেন।
২০২৪ সালে মোহিনীকে তাঁর তৈরি ব্যান্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন স্মিথ, যা অনেক শিল্পীর কাছেই স্বপ্ন। সমাজমাধ্যমেও মোহিনীর অনুরাগীদের সংখ্যা আকাশছোঁয়া। শুধু ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ারের সংখ্যা পাঁচ লক্ষের বেশি। ভক্তদের জন্য মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট করেন। মোহিনীর স্বামী পেশায় স্যাক্সোফোনিস্ট। নাম মার্ক হার্টসুচ। রহমান এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদের খবর ঘোষণার পরেই বিচ্ছেদের কথা জানিয়েছেন মোহিনী-মার্কও।
ইনস্টাগ্রামে মোহিনী এবং মার্ক বিচ্ছেদের কথা জানান। সেই পোস্টে লেখা ছিল, ‘‘মনে অনেক দুঃখ নিয়ে আমি এবং মার্ক ঘোষণা করছি যে আমরা আলাদা হয়েছি। প্রথমত, আমরা আমাদের বন্ধু এবং পরিবারের প্রতি দায়বদ্ধ। পারস্পরিক বোঝাপড়া থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’ আর তার পরেই জল্পনা তৈরি মোহিনী এবং রহমানকে নিয়ে।