December 4, 2024

আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল হবে ২৫ মে জানিয়ে দিল বোর্ড

0
IPL

আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে। নিলামের দু’দিন আগে ঘোষিত আইপিএল শুরুর দিন। জানিয়ে দেওয়া হল ফাইনালের দিনও। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অবাক করা পদক্ষেপ গ্রহণ করল আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল-এর পরবর্তী তিন মরশুমের তারিখ প্রকাশ করা হল। ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে। ২০২৬ সালের আইপিএল মরশুম ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা। ২০২৬ সালের আইপিএল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল মরশুমটি ১৪ মার্চ থেকে শুরু হবে এবং ৩০ মে এর ফাইনাল।

ফ্র্যাঞ্চাইজিদের একটি ইমেলে, আইপিএল টুর্নামেন্টের তারিখগুলিকে উইন্ডো হিসাবে অভিহিত করা হয়েছে। রিপোর্টের কথা বিশ্বাস করলে সম্ভবত এটি চূড়ান্ত তারিখ হতে পারে। ২০২৫ মরশুমে ৭৪টি ম্যাচ খেলা হবে, গত তিনটি মরশুমের মতোই। ২০২২ সালে আইপিএলে ৮৪টি ম্যাচ খেলা হয়েছিল, বর্তমানে দশটি কম ম্যাচ খেলা হচ্ছে। ২০২৩-২৭ চক্রের মিডিয়া অধিকার বিক্রি হয়েছিল।নতুন অধিকার চক্রের জন্য টেন্ডার নথিতে, আইপিএল প্রতি মরশুমে বিভিন্ন ম্যাচের তালিকা করা হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে খেলা হবে ৭৪টি ম্যাচ, ২০২৫ এবং ২০২৬ সালের প্রতিটি মরশুমে ৮৪টি ম্যাচ খেলা হবে। চূড়ান্ত বছর অর্থাৎ ২০২৭ সালে খেলা হবে সর্বাধিক ৯৪টি ম্যাচ। পাকিস্তানের খেলোয়াড়রা উভয় দেশের সরকারের মধ্যে রাজনৈতিক অচলাবস্থার কারণে ২০০৮ সালে উদ্বোধনী মরশুম থেকে আইপিএলে অংশ নেননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed