বদলার রাজনীতি বাংলাদেশে! অনুষ্ঠান মঞ্চে খালেদা জিয়া হাসিমুখে কথা ইউনুসের সঙ্গে!
সশস্ত্র বাহিনীর কোনও অনুষ্ঠানে দীর্ঘ ১২ বছর পরে অংশ নিলেন খালেদা। ৬ বছর পরে অবশেষে কোনও অনুষ্ঠানে উপস্থিত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গেই মঞ্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। দুজনকে পাশাপাশি হাসিমুখেই কথা বলতেও দেখা যায়। ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির উপর চাপ আরও বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনুস বলেছেন, ”বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে দিল্লিকে।” শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কেন নয়াদিল্লির কাছে অনুরোধ করা হয়নি? ডক্টর ইউনুস বলেন, ”আমার মনে হয়, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি, তবে সে পর্যায়ে এখনও পৌঁছইনি।”এহেন পরিস্থিতিতে একমঞ্চে খালেদা জিয়ার পাশেই ইউনুস।
শেষবার ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটেএর পর সেই মাসের ৮ তারিখই তাঁকে কারাবন্দি করা খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে দুবছরেরও বেশি সময়। সাজা ১৭ বছরের হলেও ২০২০ সালের ২৫ মার্চ অর্থাৎ করোনাকালে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি করার নির্দেশ দেয় হাসিনা সরকার। হাসিনা বাংলাদেশ ছাড়তেই খালেদার সাজা মকুব হয়ে যায়। অবশেষে এবার প্রকাশ্যে মঞ্চে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। পরে মহম্মদ ইউনুসকে বলতে শোনা যায়, বর্ষীয়ান ও অসুস্থ বিএনপি প্রধানকে এই মঞ্চে দেখে তিনি আনন্দিত ও গর্বিত। সশস্ত্র বাহিনীর কোনও অনুষ্ঠানে দীর্ঘ ১২ বছর পরে অংশ নিলেন খালেদা। অনুষ্ঠানে খালেদা ও ইউনুস ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং নৌবাহিনীর প্রধান মহম্মদ নাজমুল হাসান।