প্রথম তুষারপাত দার্জিলিঙে! নভেম্বরেই বরফে সাদা সান্দাকফু, উচ্ছ্বসিত পর্যটকরা

মরসুমের প্রথম তুষারপাত দার্জিলিঙে। দুপুর থেকে বরফে সাদা হয়ে গিয়েছে সান্দাকফু। শীতের সাজে সেজে উঠেছে পাহাড়ের প্রকৃতি। সাধারণত ডিসেম্বরের আগে দার্জিলিঙের কোথাও বরফের দেখা মেলে না। বৃহস্পতিবারের সান্দাকফু পর্যটকদের অপ্রত্যাশিত আনন্দ। শীতের শুরুতেই বরফ পড়ল সান্দাকফুতে। একেবারে সাদায় সাদা চারদিক। যেদিকে তাকানো যায় শুধুই বরফের চাদর। এদিকে এখনও শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি। তার আগে তুষারপাত সান্দাকফুতে। দুপুর আড়াইটে নাগাদ তুষারপাত শুরু হয়। তুষারপাত কিছুটা অপ্রত্যাশিতই। তুষারপাতের খবর চাউড় হতেই পর্যটকদের খুশি। মরসুমের প্রথম তুষারপাত হল দার্জিলিংয়ের এর সান্দাকফুতে। পাহাড়ের আবহাওয়া সবসময়ই খামখেয়ালি। টানা তুষারপাত কিনা বলা যাচ্ছে না।

দার্জিলিংয়ে তুষারপাত হয়। শীতের শুরুতেই তুষারপাত দার্জিলিং থেকে ৩১ কিমি দূরে সান্দাকফুতে। তুষারপাতে মোহময়ী দার্জিলিং আর তার সঙ্গেই শ্বেতশুভ্র তুষারে ঢেকে যাবে রাস্তা, বাড়ির মাথা, গাছের পাতা। অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিঙে ডিসেম্বরের আগে বরফ আশা করেননি সেখানকার বাসিন্দারাও। গত বছর দার্জিলিঙে মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। এ বার ২১ নভেম্বরেই তুষারে মুখ ঢাকল সান্দাকফু। সেখানকার পর্যটকেরা বৃহস্পতিবার দুপুরে বরফের সৌন্দর্য উপভোগ করেছেন। তুষারপাত চলাকালীন রাস্তায় বেরিয়ে বরফের উপরেই হাঁটাচলা করতে দেখা গিয়েছে।

দার্জিলিঙে তুষারপাত হলেও সমতলে এখনও সে ভাবে শীতের দেখা মেলেনি। হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। আগামী কয়েক দিন নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। সান্দাকফুতে তুষারপাত হলও দার্জিলিঙের অন্যত্র এখনও তুষারপাত হয়নি।