January 16, 2025

কমান্ডো ‘অপারেশন’ ভিক্টোরিয়া কাঁপল বুটের আওয়াজে, যৌথ বাহিনীর অপারেশনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ধরা পড়ল ৭ ‘জঙ্গি

0
Victoria

জঙ্গিরা নদী বা সমুদ্রপথে ঢুকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। কীভাবে সেই হামলার মোকাবিলা করা হবে, রূপরেখা তৈরি হচ্ছে মহড়ায়। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বরে জঙ্গিহামলা হলে কী করে তা প্রতিহত করা হবে তার যৌথ মহড়া হল বৃহস্পতিবার সকালে। এদিন মহড়ায় অংশগ্রহণ করে সেনাবাহিনী, NSG, CISFএর জওয়ানরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে জঙ্গিরা কাউকে পণবন্দি করলে কী করে তাকে মুক্ত করা হবে তা মহড়া দিয়ে দেখান জওয়ানরা। অপারেশনে অংশ নিয়েছিল ভারতীয় নৌসেনা, সিআইএসএফ এবং ভিক্টোরিয়া ম্যানেজমেন্ট।

সফলভাবে অপারেশন শেষ করার পর নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন প্রদীপ অগ্নিহোত্রী বলেন, ‘একাধিক বাহিনীর মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ কতটা সাবলীল তা বোঝার জন্য আজকের মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়া সফল হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, NSG ও CISF একসঙ্গে অপারেশন চালিয়ে জঙ্গিদের নিরস্ত করতে পেরেছে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed