February 11, 2025

১২২৪ কোটির লটারি জিতে দান করলেন ৬৪১ কোটি!‌ইংল্যান্ডের চতুর্থ বৃহত্তম লটারি জিতে প্রথমেই কিনলেন এক জোড়া অন্তর্বাস!

0
Lottery

ইংল্যান্ডের চতুর্থ বৃহত্তম লটারি। পুরস্কারমূল্য বারোশো চব্বিশ কোটি টাকা। ১২২৪ কোটির মালিক ফ্রান্সিস কনলি। লটারি থেকে জেতা পুরস্কারের প্রায় অর্ধেক টাকাই দান করে দিয়েছিলেন প্রিয় মানুষকে। যা দিয়ে দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা খোলা হয়। ৫৮ বছরের কনলি নিজেদের জন্য একটি মাত্র দামি জিনিস কেনেন। ৬ কামরার একটি বাড়ি ও সাত একর জমি। লটারির টাকা দিয়ে তিনি নিজের জন্য কেনেন এক জোড়া অন্তর্বাস। তাঁর স্বামী এখনও একটি পুরনো মডেলের গাড়ি চড়ে ঘুরে বেড়ান বলে জানা গিয়েছে।

উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি আরমাঘের বাসিন্দা প্যাট্রিক ও ফ্রান্সিস কনলি ২০১৯ সালে একটি লটারির টিকিট কাটেন। এই লটারিটি সেই সময়ে ইংল্যান্ডের চতুর্থ বৃহত্তম লটারি ছিল। যার পুরস্কারমূল্য ছিল বারোশো চব্বিশ কোটি টাকা। এর থেকে ৬৪১ কোটি টাকা দান করে দেন কনলি দম্পতি। লটারি পাওয়ার পর নি:‌শব্দে নিজেদের বাড়ি ছেড়ে হোটেলে চলে যান। কারণ লটারি জেতার পর ডাকাতির আশঙ্কা করেছিলেন কনলি দম্পতি।

প্রাক্তন সমাজকর্মী এবং শিক্ষিকা ফ্রান্সিস দু’টি দাতব্য সংস্থা তৈরি করেন, যার মধ্যে একটি তাঁর মা প্রয়াত ক্যাথলিন গ্রাহামের স্মৃতির উদ্দেশে। ফ্রান্সিসের স্বামী একজন ব্যবসায়ী। বিপুল অঙ্কের টাকা হাতে এলেও নিজেদের জীবনযাত্রার কোনও পরিবর্তন ঘটেনি। ছোট থেকেই অন্যকে সাহায্য করার প্রবণতা ছিল ফ্রান্সিসের মধ্যে। ন’বছর বয়স থেকে তিনি সেন্ট জন অ্যাম্বুল্যান্সের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed