February 11, 2025

আবার বেপরোয়া গতি, কলকাতার রাস্তায় বৃদ্ধাকে ধাক্কা!‌গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলরের ছেলে, পরিস্থিতির বিশেষ বদল হয়নি

0
TMC councillor

মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায়। গাড়িটিতে মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক। কলকাতার রাস্তায় বেপরোয়া গতির জেরে বিপত্তি! বিবেকানন্দ পার্কের কাছে বৃদ্ধাকে ধাক্কা মারে গাড়ি। ঘটনায় এবার গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলরের ছেলে। সকালে বিবেকানন্দ পার্কের কাছে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। বর্তমানে তারা সাহা নামে ওই মহিলা এসএসকেএমে ভর্তি। গাড়িতে ছিলেন ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে। ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় গাড়িটি চালাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায়।

গাড়িটিতে মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক লাগানো ছিল। গাড়িটি তাঁর নামেই রেজিস্টার করা বলেই সূত্রের খবর। রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি খুদে থেকে বৃদ্ধ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। তাঁর নির্দেশ ছিল, দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই মতো বৈঠক করে কড়া বার্তাও দিয়েছেন মন্ত্রী। তার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। উলটে তৃণমূল কাউন্সিলরের ছেলের গাড়ির বেপরোয়া গতিতে জখম অশীতিপর বৃদ্ধা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed