February 11, 2025

ভিড় থেকে শাহরুখ আগলালেন সুহানাকে, ভোট দিতে পৌঁছে দায়িত্বশীল বাবার ভূমিকায়

0
Saharukh Khan

দায়িত্বশীল বাবার ভূমিকায় শাহরুখ। ভিড় থেকে আগলালেন সুহানাকে। মহারাষ্ট্র নির্বাচনে সপরিবারে অংশ নিলেন শাহরুখ খান। ভোটগ্রহণ কেন্দ্রে ভিড়ের মধ্যে সারাক্ষণ আগলে রাখেন কন্যেকে। হাজারো ব্যস্ততার মাঝেও নিজের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন বলিউডের কিং খান। রাজনীতি থেকে দূরে থাকলেও সময়মতো ভোট দিতে ভোলেন না শাহরুখ খান। সপরিবারে বিধানসভা নির্বাচনে অংশ নিলেন বাদশা। স্ত্রী গৌরী খান ও দুই সন্তান সুহানা ও আরিয়ানকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে দেখা যায় অভিনেতাকে।

https://www.instagram.com/reel/DCl9BpaMX_w/?utm_source=ig_embed&ig_rid=b856dd2c-dcae-4d27-97ae-e91098265200

শাহরুখ খান ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন বাদশাহি স্টাইলেই। শাহরুখকে দেখা গেল নীল ডেনিম জিনস আর বুকচেরা সাদা শার্ট, মাথায় ছিল সাদা টুপি। গৌরী খানের পরনে ছিল বেইজ কোটের সঙ্গে সাদা ট্যাঙ্ক টপ। আরিয়ান খানকে অল-ব্ল্যাক পোশাকে স্টাইলিশ অবতারে দেখা গেল এবং সুহানা খান সবুজ পোলকা ডট পোশাকে চটকদার লুক। ভোটগ্রহণ কেন্দ্রের সামনে নেমে ক্যামেরার সামনে পোজ না দিয়ে সোজা ভোটকেন্দ্রে ঢুকে পড়েন অভিনেতা। গেট থেকে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকবার আগে পর্যন্ত ড্যাডি ডিউটিতে ব্যস্ত শাহরুখ। ভিড়ের মধ্যে মেয়েকে আগলে রাখলেন সারাক্ষণ। ভোটকেন্দ্র থেকে বেরোনোর সময়ও ক্যামেরার সামনে পোজ দেননি শাহরুখ, ভিড়ের মধ্যে মেয়েকে গাড়ি তুলে নিয়ে যেতে দেখা গিয়েছে। শাহরুখের নাম নিয়ে চিৎকার জোড়েন ভক্তরা।

https://www.instagram.com/reel/DCl77JdSK_F/?utm_source=ig_embed&ig_rid=f327afe8-066b-4080-8767-1d349378ed25

শাহরুখ খান ছাড়াও সলমন খান, রাজকুমার রাও, অভিনেতা-পরিচালক ফারহান আখতার, তাঁর পরিচালক-প্রযোজক বোন জোয়া আখতার, কার্তিক আরিয়ানরা, রণবীর কাপুর-সহ একাধিক তারকাকে ভোট দেওয়ার পর বুথের বাইরে দেখা গিয়েছে। ২৮৮ আসনের রাজ্য বিধানসভার জন্য নির্বাচন। মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার হল ১৪৫। ২৮৮টি বিধানসভা কেন্দ্রের সবক’টি মিলিয়ে মোট ৪,১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারীর মধ্যে ২,০৮৬ জন নির্দল প্রার্থী। রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে বিজেপি লড়ছে ১৪৯টি আসনে, শিবসেনা ৮১টি এবং এনসিপি লড়ছে ৫৯টি আসনে। কংগ্রেস ১০১ জন, শিবসেনা (ইউবিটি) ৯৫ জন এবং এনসিপি (শরদ পাওয়ার) গোষ্ঠী ৮৬ জন প্রার্থী দিয়েছে। বিএসপি লড়ছে ২৩৭টি আসনে, অন্য ছোট দলগুলিও লড়াইয়ে রয়েছে। রাজ্যে প্রায় ৯.৭ কোটি নথিভুক্ত ভোটার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed