১৪ বছর পর ভারতে মেসি! কেরলে খেলতে আসছে আর্জেন্তিনা
ভারতে খেলতে আসছেন লিওনেল মেসি। ১৪ বছর পর ভারতের মাটিতে ফেরত আসছেন লিওনেল মেসি। আগামী বছর কেরলে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। বুধবার তেমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। আবার ভারতে ফেরত আসছেন ফুটবলের রাজপুত্র। ২০২৫-এ কেরলে একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্তিনা। আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন এবং সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন। ম্যাচ আয়োজনের যাবতীয় খরচ বহন করবেন রাজ্যের শিল্পপতিরা।
এক সাংবাদিক সম্মেলনে কেরলের ক্রীড়ামন্ত্রী আব্দুরহিমান জানান, স্পেনে গিয়ে আর্জেন্তাইন ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। সেখানে তাঁদের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, যেখানে এই ম্যাচ আয়োজনের বিষয়টি উল্লেখিত রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে কোচিকে। কারণ, এই স্টেডিয়ামে প্রায় ৬০ হাজারের কাছাকাছি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এই ম্যাচকে কেন্দ্র করে ফিফা কর্তারাও ভারতে আসবেন।
আব্দুরহিমান বলেন, ‘আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাঁরা খুব তাড়াতাড়ি কেরলে আসবেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন।’ তিনি এও জানান ফিফা এবং কেরল সরকার যৌথভাবে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার কথাও ভাবছে। যার ফলে লাভবান হবে রাজ্যের তরুণ ফুটবলাররা। ২০২২ কাতার বিশ্বকাপের সময় যখন মেসির দল বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল তখন ভারতীয় সমর্থকরাও অকাল দীপাবলী পালনে মেতে উঠেছিল। এর আগে কলকাতায় খেলে গেছেন মেসি। ২০১১ সালে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্তিনা। ২ সেপ্টেম্বর খেলা হয়েছিল ম্যাচটি, নিকোলাস ওটামেন্ডির গোলে জয় পেয়েছিল আর্জেন্তিনা। মেসিকে একবার চোখের দেখা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন প্রায় ১ লক্ষ জনতা। কলকাতায় ম্যাচ খেলে আপ্লুত মেসিও একাধিকবার সেই কথা জানিয়ে ছিলেন নিজেও।