January 14, 2025

বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট ক্যাপ পাঁচ ক্রিকেটারের!বাংলার অভিমন্যু থেকে নীতীশের টেস্ট অভিষেক?

0
Abhimunya

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন অভিমন্যু ঈশ্বরন। এখনও শিকে ছেঁড়েনি তাঁর ভাগ্যে। ঘরোয়া মরশুমে একের পর এক সেঞ্চুরি করে জাতীয় নির্বাচকদের চাপে ফেলে দেন অভিমন্যু। অস্ট্রেলিয়া সফরের ভারতীয় স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রবল। রোহিত শর্মা সিরিজের প্রথম টেস্ট থেকে দূরে সরে থাকায় অভিমন্যুর টেস্ট অভিষেকের সম্ভাবনা। লোকেশ রাহুল কড়া প্রতিদ্বন্দ্বি। পার্থে না হলেও ৫ ম্যাচের দীর্ঘ সিরিজের কোনও না কোনও মুহূর্তে ভারতের টেস্ট ক্যাপ হাতে পেতে পারেন ঈশ্বরন। অভিমন্যু ১০১টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৬৭৪ রান করেছেন। ২৭টি শতরান।

২১ বছরের নীতীশ রেড্ডির ফার্স্ট ক্লাস কেরিয়ার চমকপ্রদ না হলেও ভারতের একজন পেসার অল-রাউন্ডারের প্রয়োজন। চলতি অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেক হতে পারে নীতীশের। সম্ভবত পার্থেই টেস্ট ক্যাপ হাতে পেতে পারেন নীতীশ। আপাতত ২৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১টি শতরান-সহ ৭৭৯ রান সংগ্রহে। সেই সঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৫৬টি।

হর্ষিত রানা এখনও পর্যন্ত ১০টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৩টি উইকেট ও ১টি শতরান-সহ সংগ্রহে ৪৬৯ রান। আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে জাতীয় নির্বাচকদের নজর কাড়েন রানা। কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার বলে বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট অভিষেক হতে পারে হর্ষিতের।

অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার ন্যাথন ম্যাকসুইনির টেস্ট অভিষেক হওয়ার কথা পার্থেই। উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে নামবেন। ম্যাকসুইনি এখনও পর্যন্ত ৩৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৬টি শতরান-সহ ২২৫২ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে পার্টটাইম অফস্পিন বোলিংয়ে উইকেট নিয়েছেন ১৮টি।

জোশ ইংলিস টি-২০ ও ওয়ান ডে স্পেশলিস্ট হিসেবেই পরিচিত অজি ক্রিকেটমহলে। দেশের ২৬টি ওয়ান ডে ও ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক ধারাবাহিকতার জন্যই বর্ডার গাভাসকর ট্রফিতে অজি টিম ম্যানেজমেন্ট এই সিরিজেই তাঁর টেস্ট অভিষেক ঘটাতে পারে। ইংলিস ৫৭টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭টি শতরান-সহ ৩০২৯ রান করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed