January 14, 2025

পুলিশ আধিকারিক বিতর্ক ফের!‌ ‘তৃণমূলের মঞ্চে উর্দি পরা পুলিশ অফিসার’

0
Police

অধঃপতনের নতুন নজির তৈরি করল পশ্চিমবঙ্গ পুলিশ। তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের ফুটবল টুর্নামেন্টের মঞ্চে কুখ্যাত ব্লক সভাপতি লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা গেল পুলিশ আধিকারিককে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার। ফের একবার শাসক নেতার সঙ্গে একমঞ্চে পুলিশ আধিকারি। শুধু পাশাপাশি বসাই নয়, তৃণমূল নেতাকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালিও দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সঙ্গে তাঁর কটাক্ষ, পুলিশকে দলের পদাতিক বাহিনীতে পরিণত করেছে তৃণমূল। ঘটনা পূর্ব বর্ধমানের বুদবুদের। সৌমিত্রবাবুর দাবি, সেখানে রবিবার এক ফুটবল প্রতিযোগিতার মঞ্চে পাশাপাশি দেখায় যায় ব্লক তৃণমূল সভাপতি লালন শেখ ও আউশগ্রাম থানার সেকেন্ড অফিসার হেমন্ত দত্তকে। সেখানে লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা যায় ওই পুলিশ আধিকারিককে।

সেই ভিডিয়ো পোস্ট করে সৌমিত্র খাঁ লিখেছেন, অধঃপতনের নতুন নজির তৈরি করল পশ্চিমবঙ্গ পুলিশ। এবার তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের ফুটবল টুর্নামেন্টের মঞ্চে কুখ্যাত ব্লক সভাপতি লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা গেল পুলিশ আধিকারিককে। মানুষ কী করে এরকম একটা ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকদলের মধ্যে কোনও ফারাক নেই? পশ্চিমবঙ্গ পুলিশকে দলের পদাতিক বাহিনীতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস।বিষয়টি নিয়ে শোরগোলেও কোনও মন্তব্য করতে চাননি লালন শেখ। রীতিমতো বেশ বিতর্কের বিষয় বলে অভিহিত করছেন জনসাধারন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed