January 16, 2025

‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, তারপর আমাকে শাসাবেন’, সরকারের চোখ রাঙানি, আইনি নোটিস পেলেন পাঞ্জাবি পপস্টার ‘‌ঝাঁজালো’‌ দিলজিৎ?‌

0
Daljit

দিলজিৎ দোসাঞ্ঝ। ‘দিল-লুমিনাটি’ শো। উন্মাদনা, বিতর্ক! পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। দিল্লিতে কনসার্টের পর থেকেই একের পর এক বিতর্কে দিলজিত। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে আইনি নোটিস পেয়েছিলেন তেলেঙ্গনা সরকারের তরফে। হায়দরাবাদে নিজের গানের লিরিকস বদলে শো করেন গায়ক। এর পরই রটে যায়, আহমেদাবাদে শো করার আগেও নাকি গুজরাট সরকারের তরফে আইনি নোটিস দিলজিৎ।

https://www.instagram.com/diljitdosanjh/?utm_source=ig_embed&ig_rid=2801050f-9a4f-4514-94ad-775296cfccc3

পাঞ্জাবি পপস্টার সাফ জানান, গুজরাট সরকারের তরফে কোনও আইনি নোটিস পাননি। সেই রাজ্যে মদ নিষিদ্ধ, থাকায় ‘অ্যালকোহল’ গানটি করেননি। গানের কথাতেও এহেন কোনও শব্দ ব্যবহার করেননি। নতুন করে আইনি নোটিসের খবর রটে দিলজিৎ দোসাঞ্ঝ। মঞ্চে গান গাওয়ার মাঝেই সরকারকে গায়কের মন্তব্য, “আমি আজকেও এইধরনের কোন গান গাইব না। আমার জন্যে তাৎক্ষণিক গানের কথা বা শব্দ বদলানো কোনও ব্যাপারই না। আরে আমি নিজে মদ খাই না। কিন্তু বলিউড তারকাদের অনেকে তো মদের বিজ্ঞাপনও করেন। দিলজিৎ দোসাঞ্ঝকে কিন্তু এহেন বিজ্ঞাপনে দেখবেন না কোনওদিন। আমাকে চটাবেন না। আমি যেখানে যাই সেখানে চুপচাপ নিজের অনুষ্ঠান করে বেরিয়ে আসি। তাই আমাকে কেন বিরক্ত করছেন? আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম। এরপরই দিলজিতের প্রশ্ন, এটা কি সম্ভব হবে? এই ব্যবসায় আসলে অনেক লাভ। করোনাতে যখন গোটা দেশ বন্ধ ছিল, তখনও কিন্তু মদের ঠেক খোলা থেকেছে। আর আজকে এত বড় বড় কথা গান নিয়ে। যুবপ্রজন্মকে অত বোকা ভাববেন না। কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছিস সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed