January 14, 2025

ব্যবসায় মন্দা, ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে নবান্নে আসা যুবক আটক

0
Mamata

নবান্নে ঢোকা ওই আগন্তুক জানিয়েছেন, তাঁর নাম শেখ সমিরুল। বয়স ৩৫ বছর। থাকেন হাওড়ার বাঁকড়া এলাকায়। ব্যক্তিগত সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নবান্ন সভাঘরের সামনে হঠাৎই হুলস্থুল। আগে থেকে না জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের নির্দিষ্ট কক্ষে ঢুকতে চাইলেন এক ব্যক্তি। বেশ কিছু ক্ষণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কবিতর্ক চলে। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে আটক করে শিবপুর থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের একটি সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয় বা প্রশাসনিক সদরে উপস্থিত হন ওই যুবক। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন সভাঘরের সামনে যান। জানান, মমতার সঙ্গে দেখা করবেনই। তার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেননি। এর পর ওই যুবককে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে নবান্নে ঢোকা ওই আগন্তুক জানান, তাঁর নাম শেখ সমিরুল। বয়স ৩৫ বছর। থাকেন হাওড়ার বাঁকড়া এলাকায়। তিন ব্যক্তিগত সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার পরই তাঁর সঙ্গে দেখা করতে চান সমিরুল।

তৃণমূলের প্যাড ব্যবহার করে উপ-পুরপ্রধান টাকা চাইছেন! রিষড়ায় বিতর্ক তুঙ্গে, উঠল ষড়যন্ত্র-তত্ত্ব
পুলিশের একটি সূত্রের খবর, ওই যুবক জানিয়েছেন তিনি কাপড়ের ব্যবসায়ী। কিন্তু লকডাউনের সময় থেকে ব্যবসায় মন্দা শুরু হয়। তার পর আর লাভের মুখ দেখেননি। অন্য দিকে, সাংসারিক জীবনেও অশান্তি শুরু হয়। কিছু দিন আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এ সব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। মনে করা হচ্ছে, মানসিক অবসাদে ভুগছেন ওই যুবক। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed