সেরা ১২ তালিকায় নেই মিস ইন্ডিয়া রিয়া সিং! ২০২৪ এর মিস ইউনিভার্সের খেতাব জয় ডেনমার্কের ভিক্টোরিয়ার
মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মিস ইন্ডিয়া। ২০২৪ এর মিস ইউনিভার্সের খেতাব জয় ডেনমার্কের ভিক্টোরিয়ার। মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মিস ইন্ডিয়া। সেরা ১২ তেও জায়গা করতে পারলেন না রিয়া সিং। মিস ইউনিভার্সের খেতাব জয় করে নিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার। ৭৩ তম মিস ইউনিভার্স এবার মেক্সিকোতে অনুষ্ঠিত হল। সেখানে সেরা ৫ প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছিলেন মেক্সিকো, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, এবং ডেনমার্কের প্রতিযোগীরা।
মিস ইউনিভার্স জয়ের ভারতের আশা ২০২৪ সালের মতো শেষ। সেরা ১২ তে নিজের জায়গা পাকা করতে পারলেন না এবারের মিস ইন্ডিয়া রিয়া সিং। যদিও তিনি সেরা ৩০ এ নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন, প্রিলিমিনারি রাউন্ডেও বেশ নজর কেড়েছিলেন। ফাইনাল রাউন্ডে জায়গা করতে পারেননি। ৭ ফাইনালিস্টকে বাছা হয়। সকলেই লাতিন আমেরিকার।
ডেনমার্ক এই বছর যে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করল। এবারের খেতাব উঠেছে সেই দেশের ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ারের মাথায়। প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন। মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয়। তৃতীয় নাইজেরিয়ার প্রতিযোগী।